বাংলার বিরুদ্ধে বেকায়দায় কেরালা! ব্যাটিং ধসে কার্যত নাজেহাল, ৫১ রানে ৪ উইকেট

Published : Oct 28, 2024, 12:13 AM IST
বাংলার বিরুদ্ধে বেকায়দায় কেরালা! ব্যাটিং ধসে কার্যত নাজেহাল, ৫১ রানে ৪ উইকেট

সংক্ষিপ্ত

ওপেনিং উইকেটে বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মাল ৩৩ রান যোগ করার পর, মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরালা।

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর ব্যাটিং ধস নামে কেরালায়। বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পুরোপুরি নষ্ট হওয়ার পর দ্বিতীয় দিনে শেষ সেশনে মাত্র খেলা শুরু হয়। দ্বিতীয় দিন শেষে কেরালা ৪ উইকেট হারিয়ে ৫১ রান করে। ৪ রান নিয়ে অধিনায়ক শচীন বেবি এবং ৯ রান নিয়ে অক্ষয় চন্দ্রন অপরাজিত রয়েছেন। বৎসল গোবিন্দ, রোহন এস কুন্নুম্মাল, বাবা অপরাজিত এবং আদিত্য সারভাতের উইকেট হারিয়েছে কেরালা।

ওপেনিং উইকেটে বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মাল ৩৩ রান যোগ করার পর, মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরালা। ২২ বলে ২৩ রান করা রোহনকে ইশান পোড়েলের বলে লেগ বিফোর আউট করেন। এরপর প্রথম বলেই বাবা অপরাজিতকে পোড়েল উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দেন।

পরে ৫ রান করা বৎসল গোবিন্দকেও পোড়েল সাহার হাতে ক্যাচ দেন, যা কেরালাকে চাপে ফেলে। এরপর আসা আদিত্য সারভাতেকে (৫) প্রদীপ্ত প্রামাণিক আউট করেন। এর ফলে ৩৩-০ থেকে কেরালা ৩৮-৪ এ নেমে আসে। পরে অধিনায়ক শচীন বেবি এবং অক্ষয় চন্দ্রন আর কোন উইকেট না হারিয়ে কেরালাকে ৫০ রানের গন্ডি পার করান। বাংলার হয়ে ইশান পোড়েল ১৮ রানে ৩ উইকেট নেন।

এর আগে টস জিতে বাংলা ফিল্ডিং বেছে নেয়। ম্যাচে সঞ্জু স্যামসন কেরালার প্লেয়িং এগারোতে নেই। আঘাতের কারণে সঞ্জু খেলছেন না কিনা তা স্পষ্ট নয়। কেরালা এবং কর্ণাটকের মধ্যে আগের ম্যাচটিও বৃষ্টির কারণে শেষ হয়নি। কেরালার প্রথম ইনিংস ১৬১-৩ এ থাকা অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। সেই ম্যাচে সঞ্জু ১৫ রানে অপরাজিত ছিলেন। এলিট গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে থাকা কেরালার ৭ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা বাংলার ৪ পয়েন্ট রয়েছে। দুটি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হরিয়ানা কেরালার গ্রুপে শীর্ষে রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ
Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে