বাংলার বিরুদ্ধে বেকায়দায় কেরালা! ব্যাটিং ধসে কার্যত নাজেহাল, ৫১ রানে ৪ উইকেট

ওপেনিং উইকেটে বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মাল ৩৩ রান যোগ করার পর, মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরালা।

Subhankar Das | Published : Oct 27, 2024 6:43 PM IST

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর ব্যাটিং ধস নামে কেরালায়। বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পুরোপুরি নষ্ট হওয়ার পর দ্বিতীয় দিনে শেষ সেশনে মাত্র খেলা শুরু হয়। দ্বিতীয় দিন শেষে কেরালা ৪ উইকেট হারিয়ে ৫১ রান করে। ৪ রান নিয়ে অধিনায়ক শচীন বেবি এবং ৯ রান নিয়ে অক্ষয় চন্দ্রন অপরাজিত রয়েছেন। বৎসল গোবিন্দ, রোহন এস কুন্নুম্মাল, বাবা অপরাজিত এবং আদিত্য সারভাতের উইকেট হারিয়েছে কেরালা।

ওপেনিং উইকেটে বৎসল গোবিন্দ এবং রোহন কুন্নুম্মাল ৩৩ রান যোগ করার পর, মাত্র ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেরালা। ২২ বলে ২৩ রান করা রোহনকে ইশান পোড়েলের বলে লেগ বিফোর আউট করেন। এরপর প্রথম বলেই বাবা অপরাজিতকে পোড়েল উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দেন।

Latest Videos

পরে ৫ রান করা বৎসল গোবিন্দকেও পোড়েল সাহার হাতে ক্যাচ দেন, যা কেরালাকে চাপে ফেলে। এরপর আসা আদিত্য সারভাতেকে (৫) প্রদীপ্ত প্রামাণিক আউট করেন। এর ফলে ৩৩-০ থেকে কেরালা ৩৮-৪ এ নেমে আসে। পরে অধিনায়ক শচীন বেবি এবং অক্ষয় চন্দ্রন আর কোন উইকেট না হারিয়ে কেরালাকে ৫০ রানের গন্ডি পার করান। বাংলার হয়ে ইশান পোড়েল ১৮ রানে ৩ উইকেট নেন।

এর আগে টস জিতে বাংলা ফিল্ডিং বেছে নেয়। ম্যাচে সঞ্জু স্যামসন কেরালার প্লেয়িং এগারোতে নেই। আঘাতের কারণে সঞ্জু খেলছেন না কিনা তা স্পষ্ট নয়। কেরালা এবং কর্ণাটকের মধ্যে আগের ম্যাচটিও বৃষ্টির কারণে শেষ হয়নি। কেরালার প্রথম ইনিংস ১৬১-৩ এ থাকা অবস্থায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। সেই ম্যাচে সঞ্জু ১৫ রানে অপরাজিত ছিলেন। এলিট গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে থাকা কেরালার ৭ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা বাংলার ৪ পয়েন্ট রয়েছে। দুটি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হরিয়ানা কেরালার গ্রুপে শীর্ষে রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
১১৩ বছর পরও চলছে Nadia-র ডাকাতদের সেই কালীপুজো! জেনে নিন সেই বিস্ময়কর ইতিহাস! | Kali Puja 2024