'নিজেদের উপর বিশ্বাস থাকলে বিশেষ কিছু করা যায়,' দলকে জিতিয়ে বার্তা অধিনায়ক বুমরার

Published : Nov 25, 2024, 02:25 PM ISTUpdated : Nov 25, 2024, 02:43 PM IST
Jasprit Bumrah

সংক্ষিপ্ত

রোহিত শর্মা না খেলায় পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্ব ভালোভাবেই পালন করলেন জসপ্রীত বুমরা। নিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতালেন এই পেসার।

পারথের পেস ও বাউন্সে ভরা উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। বিশ্ব ইতিহাসে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে, সাহসীরাই জয় পান। এবারও সেটাই হল। পারথ টেস্ট ম্যাচের শুরুটা ভালো করতে না পারলেও, চতুর্থ দিনেই জয় পেল ভারতীয় দল। ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করে দিলেন বুমরা। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তবে প্রকৃত অধিনায়কের মতোই বাকিদের প্রশংসা করেছেন বুমরা। তিনি বিরাট কোহলি, যশস্বী জয়সোয়ালের কথা উল্লেখ করেছেন।

দলের জন্য গর্বিত বুমরা

এই ম্যাচে জয় প্রসঙ্গে বুমরা বলেছেন, 'আমরা এই সিরিজের শুরুটা যেভাবে করতে পারলাম, তাতে খুব ভালো লাগছে। প্রথম ইনিংসে ওরা আমাদের চাপে ফেলে দিয়েছিল। কিন্তু তারপর আমরা যেভাবে জবাব দিয়েছি, তাতে আমি খুব গর্বিত। এখানে ২০১৮ সালে খেলেছিলাম। আমার মনে আছে, এখানে যখন খেলা শুরু করেছিলাম, উইকেট একটু নরম ছিল। তারপর ক্রমশঃ গতিময় হয়ে ওঠে উইকেট। সেই অভিজ্ঞতার উপরেই এবার ভরসা রেখেছিলাম। গতবারের চেয়ে এবার উইকেট একটু আলাদা ছিল। আমরা ভালোভাবে তৈরি হয়েছিলাম। এই কারণে আমি দলের সবাইকে বলেছিলাম, নিজেদের দক্ষতার উপর ভরসা রাখো। অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগে। তবে নিজের উপর ভরসা রাখতে হবে যে বিশেষ কিছু করতে পারি।'

সতীর্থদের প্রশংসায় বুমরা

বিরাট ও যশস্বীর প্রশংসা করে বুমরা বলেছেন, ‘টেস্ট কেরিয়ারের শুরুটা দারুণভাবে করেছে জয়সোয়াল। এটাই হয়তো টেস্টে ওর সেরা ইনিংস। ও সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু এখানে অনেক বলই না খেলে ছেড়ে দিয়েছে। লম্বা ইনিংস খেলেছে। আমার কোনওদিন মনে হয়নি বিরাট ফর্মে নেই। কঠিন উইকেটে একজন ব্যাটারের ফর্ম বিচার করা যায় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথে যশস্বী ভবঃ বুমরার দাপটে বিরাট জয়, সাড়ে তিন দিনেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া

বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ছেলে অকায়ের ছবি কি প্রথমবার প্রকাশ্যে এল?

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা