'নিজেদের উপর বিশ্বাস থাকলে বিশেষ কিছু করা যায়,' দলকে জিতিয়ে বার্তা অধিনায়ক বুমরার

রোহিত শর্মা না খেলায় পারথ টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্ব ভালোভাবেই পালন করলেন জসপ্রীত বুমরা। নিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতালেন এই পেসার।

পারথের পেস ও বাউন্সে ভরা উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জসপ্রীত বুমরা। বিশ্ব ইতিহাসে বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে, সাহসীরাই জয় পান। এবারও সেটাই হল। পারথ টেস্ট ম্যাচের শুরুটা ভালো করতে না পারলেও, চতুর্থ দিনেই জয় পেল ভারতীয় দল। ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে জয়ের পথ প্রশস্ত করে দিলেন বুমরা। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তবে প্রকৃত অধিনায়কের মতোই বাকিদের প্রশংসা করেছেন বুমরা। তিনি বিরাট কোহলি, যশস্বী জয়সোয়ালের কথা উল্লেখ করেছেন।

দলের জন্য গর্বিত বুমরা

Latest Videos

এই ম্যাচে জয় প্রসঙ্গে বুমরা বলেছেন, 'আমরা এই সিরিজের শুরুটা যেভাবে করতে পারলাম, তাতে খুব ভালো লাগছে। প্রথম ইনিংসে ওরা আমাদের চাপে ফেলে দিয়েছিল। কিন্তু তারপর আমরা যেভাবে জবাব দিয়েছি, তাতে আমি খুব গর্বিত। এখানে ২০১৮ সালে খেলেছিলাম। আমার মনে আছে, এখানে যখন খেলা শুরু করেছিলাম, উইকেট একটু নরম ছিল। তারপর ক্রমশঃ গতিময় হয়ে ওঠে উইকেট। সেই অভিজ্ঞতার উপরেই এবার ভরসা রেখেছিলাম। গতবারের চেয়ে এবার উইকেট একটু আলাদা ছিল। আমরা ভালোভাবে তৈরি হয়েছিলাম। এই কারণে আমি দলের সবাইকে বলেছিলাম, নিজেদের দক্ষতার উপর ভরসা রাখো। অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগে। তবে নিজের উপর ভরসা রাখতে হবে যে বিশেষ কিছু করতে পারি।'

সতীর্থদের প্রশংসায় বুমরা

বিরাট ও যশস্বীর প্রশংসা করে বুমরা বলেছেন, ‘টেস্ট কেরিয়ারের শুরুটা দারুণভাবে করেছে জয়সোয়াল। এটাই হয়তো টেস্টে ওর সেরা ইনিংস। ও সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করে। কিন্তু এখানে অনেক বলই না খেলে ছেড়ে দিয়েছে। লম্বা ইনিংস খেলেছে। আমার কোনওদিন মনে হয়নি বিরাট ফর্মে নেই। কঠিন উইকেটে একজন ব্যাটারের ফর্ম বিচার করা যায় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথে যশস্বী ভবঃ বুমরার দাপটে বিরাট জয়, সাড়ে তিন দিনেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া

বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ছেলে অকায়ের ছবি কি প্রথমবার প্রকাশ্যে এল?

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla
PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি