পারথে যশস্বী ভবঃ বুমরার দাপটে বিরাট জয়, সাড়ে তিন দিনেই গুঁড়িয়ে গেল অস্ট্রেলিয়া

অতীতে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ব্যর্থতাই বাঁধা ধরা নিয়ম ছিল। গত কয়েক বছরে সাফল্য পাওয়াই স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। এবারের অস্ট্রেলিয়া সফরও জয় দিয়েই শুরু করল ভারত।

বহু বছর পরে কোনও ক্রিকেট-গবেষক যদি ভারতীয় ক্রিকেট দল নিয়ে পর্যালোচনা করতে বসেন, তাহলে বিদেশের মাটিতে সবচেয়ে দাপুটে জয়ের মধ্যে পারথ টেস্ট ম্যাচকে রাখতে বাধ্য হবেন। অতীতেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় দল। সবচেয়ে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিরুদ্ধেও বিদেশের মাটিতে জয় এসেছে। কিন্তু এবার পারথ টেস্ট ম্যাচ সবদিক থেকেই আলাদা। অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় দিনই ম্যাচ জয় নিশ্চিত করে ফেলতে পারেনি ভারতীয় দল। প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা। তারপর দ্বিতীয় ইনিংসে দাপট দেখালেন ব্যাটাররা। ফলে দ্বিতীয় ইনিংসে বোলারদের কাজ সহজ হয়ে গেল। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া দলকে এভাবে অসহায় আত্মসমর্পণে বাধ্য করার ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব বেশি ঘটেনি। এবার সেটাই করে দেখাল ভারত। ২০১৮ সালে পারথের নতুন স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতই। সেই ম্যাচে হেরে গিয়েছিল ভারতীয় দল। এই স্টেডিয়ামে এতদিন টেস্ট ম্যাচে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। এবারই প্রথম পরাজয়ের স্বাদ পেলেন প্যাট কামিন্সরা।

পারথ টেস্টে ২৯৫ রানে জয় ভারতের

Latest Videos

পারথ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস কতক্ষণে শেষ হবে, শুধু সেটারই অপেক্ষা ছিল। খুব বেশি অপেক্ষা করতে হল না। ৫৮.৪ ওভারে ২৩৮ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হল। ফলে ২৯৫ রানে জয় পেল ভারত।

অধিনায়ক বুমরার সাফল্য

টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে নেমে প্রথম জয় পেলেন জসপ্রীত বুমরা। এই ম্যাচে ২ ইনিংস মিলিয়ে তিনি পেলেন ৮ উইকেট। অভিষেক টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন হর্ষিত রানা। যথারীতি অস্ট্রেলিয়ার মাটিতে ভালো বোলিং করলেন মহম্মদ সিরাজ। চলতি বছরে টেস্টে প্রথম শতরান পেলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচেই ১৬১ রানের মূল্যবান ইনিংস খেললেন যশস্বী জয়সোয়াল। সবমিলিয়ে দলগত পারফরম্যান্সেই জয় পেল ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ছেলে অকায়ের ছবি কি প্রথমবার প্রকাশ্যে এল?

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সপ্তম শতরান, সচিনের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

তৃতীয় ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই শতরান, গাভাসকরের সঙ্গে একই সারিতে যশস্বী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata