সংক্ষিপ্ত

পারথে পেস ও বাউন্সে ভরা উইকেটে ব্যাটিং করা সহজ নয়। সেখানে শতরান করা তো আরও কঠিন। কিন্তু পারথ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে সহজেই শতরান করে ফেললেন যশস্বী।

রবিবার পারথ টেস্ট ম্যাচের তৃতীয় দিন শতরান করে কিংবদন্তি এম এল জয়সীমা ও সুনীল গাভাসকরের সঙ্গে একই সারিতে বসে পড়লেন যশস্বী জয়সোয়াল। এখনও পর্যন্ত মাত্র তিনজন ভারতীয় ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্ট ম্যাচে শতরান করতে পেরেছেন। তাঁদেরই অন্যতম যশস্বী। ১৯৬৭-৬৮ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচে ১০১ রান করেন জয়সীমা। এর ঠিক এক দশক পর ১৯৭৭-৭৮ মরসুমে অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচে ১১৩ রান করেন গাভাসকর। প্রায় পাঁচ দশক পর এবার পারথ টেস্ট ম্যাচে শতরান করলেন যশস্বী। জয়সীমা, গাভাসকর ও যশস্বী অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট ম্যাচে শতরান করেছেন দ্বিতীয় ইনিংসে।

একের পর এক নজির যশস্বীর

২৩ বছর বয়স হওয়ার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে একই বছরে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৪ শতরানের রেকর্ড যুগ্মভাবে গাভাসকর ও বিনোদ কাম্বলির দখলে। গাভাসকর ১৯৭১ সালে এই নজির গড়েন। ১৯৯৩ সালে টেস্ট ক্রিকেটে ৪ বার শতরান করেন কাম্বলি। ১৯৮৪ সালে টেস্ট ক্রিকেটে ৩ বার শতরান করেন রবি শাস্ত্রী। ১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে ৩ বার শতরান করেন সচিন তেন্ডুলকর। চলতি বছরে এখনও পর্যন্ত ৩ বার শতরান করেছেন যশস্বী। তাঁর সামনে গাভাসকর ও কাম্বলির রেকর্ড ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারতীয় ওপেনারের শতরান

২০১৪-১৫ মরসুমে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ১১০ রান করেছিলেন কে এল রাহুল। সেটাই এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার কোনও ভারতীয় ওপেনারের শতরান ছিল। এবার রাহুলের সঙ্গে জুটি বেঁধেই শতরান করলেন যশস্বী। তাঁদের জুটিতে যোগ হল ২০১ রান। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট ম্যাচে ভারতের ওপেনিং জুটির সর্বাধিক রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পারথ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই শতরান যশস্বীর, লিড বাড়িয়ে চলেছে ভারত

'এত আস্তে বল করছো!' মিচেল স্টার্ককে স্লেজিং যশস্বী জয়সোয়ালের, ভাইরাল ভিডিও

২০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিং জুটিতে ১০০ রান, বিরল নজির রাহুল-যশস্বীর