আড়াই দিনও গড়াল না খেলা, অ্যাডিলেড টেস্ট ম্যাচে লজ্জার হার ভারতের

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল বিশাল ব্যবধানে জিতেছিল। কিন্তু অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পাল্টা আঘাত হানল অস্ট্রেলিয়া।

আড়াই দিনও গড়াল না ম্যাচ। তার আগেই হেরে গেল ভারত। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচে সুবিধা করতে পারলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার জেরে বোলারদের হাতেও লড়াই করার জন্য রসদ ছিল না। ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে হল ১৭৫ রান। এই রান করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জেতা যায় না। কোনওরকমে ইনিংসে হার এড়াতে পারল ভারত। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৯ রান। ৩.২ ওভারেই সেই রান তুলে ম্যাচ জিতলেন নাথান ম্যাকস্যুইনি, উসমান খাজারা।

রোহিত দলে ফিরতেই হার ভারতের

Latest Videos

পারথে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরা। তিনি নিজে যেমন ভালো পারফরম্যান্স দেখান, তেমনই দলকে দারুণভাবে পরিচালনা করেন। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রোহিত দলে ফেরায় সহ-অধিনায়কের ভূমিকায় ফিরে যান বুমরা। এই ম্যাচে কোনও কিছুই ঠিকমতো করতে পারলেন না রোহিত। দুই ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক। তিনি দলকে ভালোভাবে পরিচালনাও করতে পারলেন না। এর ফলে লজ্জাজনক হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে।

নীতীশ কুমার রেড্ডির লড়াই

অ্যাডিলেড টেস্ট ম্যাচে ভারতীয় দল হেরে গেলেও, তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির লড়াই নজর কেড়ে নিল। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যে দুই ইনিংসেই ৪২ রান করলেন এই তরুণ। উইকেটও নিয়েছেন নীতীশ। পারথ টেস্ট ম্যাচে তাঁর অভিষেক হয়েছে। টেস্ট কেরিয়ারের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তরুণ অলরাউন্ডার। তিনি ভারতীয় দলের ভরসা হয়ে উঠছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অ্যাডিলেডে জসপ্রীত বুমরার চোট গুরুতর? কী জানালেন ভারতীয় দলের বোলিং কোচ?

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল মহম্মদ সিরাজের? কী দেখাচ্ছে স্পিড-গান?

বুড়িয়ে গিয়েছেন, সচিনের ছোটবেলার বন্ধু কাম্বলির এ কী অবস্থা! দেখুন ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদ হাকিম ইস্যুতে বিজেপিকে দুষলেন প্রিয়দর্শিনী হাকিম, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত
সনাতন শ্রী গীতা গুরুকুলের মিছিলে Bangladesh-এ শান্তি ফেরানোর আহ্বান! Phulia-র রাস্তায় মহামিছিল
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today