সংক্ষিপ্ত
এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরা। তিনি চোট পেলে অস্ট্রেলিয়া সফরে সমস্যায় পড়ে যাবে ভারতীয় দল। এই কারণে অ্যাডিলেড টেস্ট চলাকালীন চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।
অ্যাডিলেড টেস্ট ম্যাচের তৃতীয় দিন কি বোলিং করতে পারবেন জসপ্রীত বুমরা? দ্বিতীয় দিন যখন এই পেসারের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, তখন ভারতীয় শিবিরকে আশ্বস্ত করলেন বোলিং কোচ মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার জানিয়েছেন, 'বুমরার ব্যাপারে বলতে পারি, ও ঠিক আছে। ওর পেশিতে সামান্য টান ধরেছে। এরপর ও বোলিং করেছে এবং জোড়া উইকেট পেয়েছে। ফলে ওর চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই।' মর্কেলের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, তৃতীয় দিন বোলিং করতে পারবেন বুমরা। দ্বিতীয় ইনিংসে যদি ঋষভ পন্থ ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে ভারতীয় দল এই ম্যাচে লড়াই করার মতো জায়গায় থাকবে। তখন বুমরার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কীভাবে চোট বুমরার?
শনিবার অ্যাডিলেড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮১-তম ওভারে বোলিং করার সময় হঠাৎই মাটিতে পড়ে যান বুমরা। তখনই তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভারতীয় দলের ফিজিও মাঠে ছুটে যান। তিনি বুমরার চোট পরীক্ষা করে দেখেন। টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছিলেন ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, পেশিতে চোট পেয়েছেন বুমরা। তবে সেরকম কোনও লক্ষণ দেখা যায়নি। চোট পাওয়ার পর এদিন আরও ৩ ওভার বোলিং করেন বুমরা। ফলে তাঁর চোট নিয়ে চিন্তার কারণ দেখা যাচ্ছে না।
অ্যাডিলেডে অসাধারণ বোলিং বুমরার
অ্যাডিলেড টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৩ ওভার বোলিং করে ৫ মেডেন-সহ ৬১ রান দিয়ে ৪ উইকেট নেন বুমরা। তিনি অসাধারণ বোলিং করেছেন। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ভালো বোলিং করে ভারতীয় দলকে জেতানোই বুমরার লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা, অ্যাডিলেড টেস্টে হারের আশঙ্কায় ভারত
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বল মহম্মদ সিরাজের? কী দেখাচ্ছে স্পিড-গান?
আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?