ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ! তাহলে কি অস্ট্রেলিয়া সফরে নেই মহম্মদ শামি?

Published : Dec 07, 2024, 07:00 PM IST
ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ! তাহলে কি অস্ট্রেলিয়া সফরে নেই মহম্মদ শামি?

সংক্ষিপ্ত

বিসিসিআই-এর বিশেষ দল ১ ডিসেম্বর মহম্মদ শামির স্বাস্থ্য পরীক্ষা করতে রাজকোটে যায়।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ভারতীয় পেসার মহম্মদ শামিকে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলে রাখা হবে না বলেই জানা গেছে। কারণ, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস ছাড়পত্র এখনও পাননি তিনি। তাই তাঁকে আদৌ অস্ট্রেলিয়ায় পাঠানো হবে কিনা, তা নিয়ে বিসিসিআই এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। 

বিসিসিআই-এর বেঙ্গালুরু-ভিত্তিক সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগ এখনও বিসিসিআইকে পুরো রিপোর্ট জমা দেয়নি। তবে ১ ডিসেম্বর শামির স্বাস্থ্য পরীক্ষা করতে বিসিসিআই-এর একটি দল রাজকোটে গেছিল। সেখানে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলছেন শামি। তবে রিপোর্ট এখনও বিসিসিআই-এর কাছে পৌঁছায়নি বলেই জানা গেছে। 

এদিকে মুস্তাক আলীতে বাংলার হয়ে সাত ম্যাচে আটটি উইকেট নিয়েছেন শামি। ৩৪ বছর বয়সী এই পেসার ভালো খেললেও পাঁচ দিনের টেস্ট ম্যাচের চাপ সামলানোর শারীরিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এখনও। সূত্রের খবর, শামি এখনই হয়ত অস্ট্রেলিয়ায় যাবেন না। 

আর খেললেও শেষ টেস্টে হয়ত শামি যোগ দিতে পারেন। আপাতত শামি এখন বাংলা দলের সঙ্গে আছেন। আগামী ৯ নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনালে তারা চণ্ডীগড়ের মুখোমুখি হবে। 

সম্প্রতি সৌদি আরবে জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ শামিকে দলে নিয়েছে। পুরোপুরি সুস্থ হলে এক বছর পর আইপিএলে ফিরবেন তিনি। গত ২০২৪ আইপিএল মরশুমে গোড়ালির চোটের কারণে ছিটকে গেছিলেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত