IND vs AUS: পারদ চড়ছে সিডনিতে! লড়াইতে ফিরল ভারত, তবে চিন্তা কোহলির ফর্ম নিয়ে

লড়াইতে ফিরল ভারত। 

শুক্রবার থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পঞ্চম টেস্ট। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপ। ওপেনার জয়সওয়াল ফিরে যান মাত্র ১০ রানে এবং রাহুলের সংগ্রহে ৪ রান। শুভমান গিল (Shubman Gill) করেন ২০ এবং বিরাট কোহলি (Virat Kohli) ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান।

বলা যেতে পারে, ওপেনিং এবং মিডল অর্ডার কার্যত ধ্বংস হয়ে যায় অজি বোলিং অ্যাটাকের সামনে। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) কিছুটা লড়াই করেন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঝুলিতে ২৬ রান। কিন্তু গত ম্যাচে দুর্দান্ত খেলা নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) প্রথম ইনিংসে খাতাই খুলতে পারলেন না। ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৫ রানে।

Latest Videos

এদিকে অজিদের হয়ে ৪টি উইকেট নেন স্কট বোল্যান্ড (Scott Boland)। এছাড়াও ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং ২টি উইকেট গেছে অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ঝুলিতে। জবাবে ব্যাট করতে নেমে, আপাতত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেট হারিয়ে ৯ রান ক্রিজে স্যাম কন্সটাস ৭ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে এখনও অবধি ১টি উইকেট নিয়েছেন বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়া পিছিয়ে ছিল ১৭৬ রানে।

তবে দ্বিতীয় দিনে বেজায় বিপাকে পড়ে অজিরা। স্যাম কন্সটাস করেন মাত্র ২৩ রান। স্টিভ স্মিথের সংগ্রহে মাত্র ৩৩ রান। এছাড়া ওয়েবস্টার করেন ৫৭ রান। অন্যদিকে, অ্যালেকেস ক্যারের ঝুলিতে ২১ রান। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে।

ভারতের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। অপরদিকে ২টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা এবং নীতিশ কুমার রেড্ডি।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। ওপেনার প্যাভিলিয়নে ফিরে গেছেন ২২ রানে। কেএল রাহুল এবং শুভমান দুজনই করেছেন ১৩। কোহলির সংগ্রহে মাত্র ৬ রান। তবে লড়াই করলেন ঋষভ পন্থ। তাঁর ঝুলিতে ৬১ রান। আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৪১ রান। ক্রিজে রবীন্দ্র জাদেজা ৮ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। ভারত এগিয়ে ১৪৫ রানে।

তবে এই টেস্টেও ফর্ম ফিরে পেলেন না কোহলি। সেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে আউট হলেন বিরাট কোহলি। সবথেকে বড় বিষয় হল যে, ঠিক একইভাবে প্রায় প্রতি ইনিংসেই আউট হচ্ছেন তিনি।

শনিবার সিডনিতেও স্কট বোল্যান্ডের বলে আউট হলেন জাস্ট খোঁচা দিয়ে। নিজে এই ভুল বুঝতে পারলেও, কিছুতেই যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না কোহলি। কারণ, আউট হওয়ার পর কোহলির হতাশার বহিঃপ্রকাশই যেন তার প্রমাণ দিচ্ছে বারবার। অফ স্টাম্পের বাইরের বলে তাঁর যেন রীতিমতো শনির দশা চলছে।

এর আগে প্রথম ইনিংসে বোল্যান্ডের বলেই তৃতীয় স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও সেই বোল্যান্ডের বলেই ক্যাচ দিলেন সেকেন্ড স্লিপে স্টিভ স্মিথের হাতে। কোন লাইন এবং লেংথে বল রাখলে কোহলির উইকেট পাওয়া যাবে, তা যেন কার্যত বুঝে ফেলেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। তবে বারবার একইভাবে তাঁর আউট হওয়া খানিকটা হলেও দৃষ্টিকটু দেখাচ্ছে।

আসলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের শটের বৈচিত্র যেন অনেকটাই কমে গেছে বলে মনে করছেন অনেকে। কারণ, তিনি একইভাবে খেলার চেষ্টা করছেন আর ব্যর্থ হচ্ছেন বারবার। হয়ত সেটা নিজেও বুঝতে পারছেন ভালোভাবেই। তবু যেন অদৃশ্য সেই বাধা কিছুতেই অতিক্রম করে উঠতে পারছেন না কোহলি।

তবে এখনও তিনদিনের খেলা বাকি আছে। ভারত আপাতত এগিয়ে। শেষপর্যন্ত ম্যাচের ফলাফল কী দাঁড়ায়, উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News