Sydney Test: ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্টের আগে কী জানালেন সিডনির পিচ কিউরেটর?

Published : Jan 01, 2025, 08:40 PM IST
The Sydney Cricket Ground (SCG) was without any spectator for the match. Fans were barred entry due to coronavirus

সংক্ষিপ্ত

ভারতের সামনে এবার সিডনি টেস্ট। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ়ের পঞ্চম টেস্টে জিততেই হবে রোহিত শর্মাদের। স্বাভাবিকভাবেই, সিডনির ২২ গজ নিয়ে আগ্রহ একেবারে তুঙ্গে রয়েছে ভারতীয় শিবিরে। কিন্তু এই ম্যাচের পিচ কেমন হবে?

এবার ম্যাচ শুরুর দুদিন আগে মুখ খুলেছেন সিডনির পিচ প্রস্তুতকারক অ্যাডাম লুইস। উল্লেখ্য, বছরের প্রথম টেস্টের পিচটি তৈরি করেছেন লুইস। বুধবার, প্রথমে তিনি পিচের উপরের ঢাকা সরিয়ে দিয়েছেন। এমনকি, সাত মিলিমিটার ঘাস কেটে দেওয়া হয়েছে। ঠিক ম্যাচের আগের দুদিন ভারী রোলার ব্যবহার করা হবে বলে জানিয়েও দিয়েছেন সিডনির পিচ প্রস্তুতকারক।

তাহলে কেমন হবে পিচ? সেক্ষেত্রে বোলাররা কতটা সুবিধা পাবেন ২২ গজ থেকে? ব্যাটাররা কি আদৌ সুবিধা পাবেন? লুইসের কথায়, ‘‘আমাদের হাতে এখনও যদিও দুদিন আছে। বলা ছলেম এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। পিচের ঢাকা সরিয়ে দেওয়া হয়েছে এবং সাত মিলিমিটার ঘাস ছেঁটে ফেলা হয়েছে। আর কিছুক্ষণ রোলারও ব্যবহার করা হয়েছে। অল্প জলও ছেটানো হয়েছে এদিন। পিচ দেখে তো আমার বেশ ভালোই লাগছে।”

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি আরও যোগ করেছেন, “এখানে এখন বেশ গরম আছে। তাই চেষ্টা করছি, পিচের উপরের অংশের আর্দ্রতা যতটা সম্ভব সঠিকভাবে বজায় রাখার। বৃহস্পতিবার, আমরা আর একটু ভারী রোলার ব্যবহার করব। তার ফলে, পিচের রং একটু বদলেও যাবে। শুক্রবার, সকালের মধ্যে পিচ খেলার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।”

এমনিতে, সিডনির পিচ অনেকটা ভারতীয় উপমহাদেশের মতো হয়। ফলে, স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। এদিকে ব্যাটাররাও ভালো রান পান। একবার থিতু হয়ে গেলে অনেকেই বড় রান করে থাকেন। লুইস জানিয়েছেন, পিচের চরিত্র বদলের চেষ্টা করেননি তিনি। পাঁচদিনের ক্রিকেট খেলার উপযুক্ত ২২ গজ তৈরির চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা