বিজয় হাজারে ট্রফিতে বড় স্কোর বাংলার! সংগ্রহে ২০৭ রান, লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ কেরালা

Published : Dec 31, 2024, 06:38 PM ISTUpdated : Dec 31, 2024, 06:43 PM IST
বিজয় হাজারে ট্রফিতে বড় স্কোর বাংলার! সংগ্রহে ২০৭ রান, লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ কেরালা

সংক্ষিপ্ত

একসময় ২৮.১ ওভারে ৭ উইকেটে ১০১ রানে তোলে বাংলা।

বিজয় হাজারে ট্রফিতে কেরালার সামনে ২০৭ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাকে প্রদীপ্ত প্রামাণিক (৮২ বলে অপরাজিত ৭৪) লড়াকু জায়গায় পৌঁছে দেন। ৯টি উইকেট হারালেও ভালো জায়গায় পৌঁছে যায় বাংলা। তিন উইকেট নেন নিতীশ এম ডি, দুটি করে উইকেট পান জলজ সাক্সেনা, বেসিল থাম্পি, এবং আদিত্য সারভাতে। 

একটা সময় ২৮.১ ওভারে ৭ উইকেটে ১০১ রান ওঠে বাংলার। অধিনায়ক সুদীপ কুমার ঘরামির (৪) উইকেট প্রথম ওভারেই হারায় বাংলা। এরপর অভিষেক পোড়েল (৮) পঞ্চম ওভারে ফিরে যান। এই দুটি উইকেটই নেন নিধীশ। এরপর সুদীপ চ্যাটার্জী করেন ১৩ এবং অনুষ্টুপ মজুমদার করেন ৯ রান। তারা আউট হতেই ৪ উইকেটে ৪৬ রানে পৌঁছয় বাংলা। এরপর কানিশ সেঠ (৩২) - সুমন্ত গুপ্ত (২৪) ৪২ রান যোগ করেন। অবশ্য ম্যাচের ২৫ তম ওভারে এই জুটি ভাঙে। কানিশকে আউট করেন সারভাতে। পরে নামা করণ লাল (১) সেইভাবে জ্বলে উঠতে পারেননি। সুমন্তও ফিরে যান।

এরপরই আসে বাংলাকে বাঁচানো এই জুটি। প্রদীপ্ত-কৌশিক মাইতি (২৭) ৬৯ রান যোগ করেন। প্রায় ১৫ ওভার ধরে তারা ব্যাটিং করেন। ৪৪তম ওভারে জুটি ভাঙলেও প্রদীপ্ত বাংলাকে ২০০ রানের উপরে নিয়ে যান। ৮২ বল খেলে তিনি পাঁচটি ছক্কা এবং তিনটি চার মারেন। মুকেশ কুমার (০) আউট হন। সায়ন ঘোষ ৩ রানে অপরাজিত থাকেন।

জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১৮২ রানেই অলআউট হয়ে যায় কেরালা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?