জয়সওয়ালের উইকেট নিয়ে এবার কী মন্তব্য করলেন প্যাট কামিন্স? রইল বিশদে

কামিন্সের বাউন্সার হুক করে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির কাছে ক্যাচ দিয়েছিলেন জয়সওয়াল।

ভারতের স্কোর যখন ১৪০ রান, তখন ফিরে যান জয়সওয়াল। কামিন্সের বাউন্সার হুক করে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির কাছে ক্যাচ দিয়েছিলেন জয়সওয়াল। তবে আম্পায়ার আউট দেননি। এরপর অস্ট্রেলিয়া রিভিউ নেয় এবং সেই রিভিউতে স্নিকোমিটারে কিছু দেখা যায়নি।

তবে রিভিউ ভিডিওতে দেখা গেছে বল বেশ খানিকটা সরে যায়। ব্যাটে লেগে সরে গেছে বলে ধারণা করা হয় এবং তারপরেই থার্ড আম্পায়ারের নির্দেশে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। জয়সওয়ালকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। আউট দেওয়ার পর আম্পায়ারের সঙ্গে কথা বলে ফিরে যান জয়সওয়াল। তখন জয়সওয়ালের উইকেট কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা ব্যাখ্যা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান পেসারের কথা, ''যশস্বী জয়সওয়ালের উইকেট ছিল একটি ব্রেক থ্রু। তাঁকে আউট করার জন্য আমরা সবরকম চেষ্টা করেছি। অবশেষে একটিতে জয়সওয়াল আউট হন। রিভিউর সময় স্নিকোতে কিছু না দেখতে পেয়ে হতাশ হয়েছিলাম।"

Latest Videos

জয়সওয়ালের উইকেট নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও বলেন, ''আমি স্নিকোতে কিছুই দেখিনি। তবে একটি ডিফ্লেকশন স্পষ্ট দেখা গেছে। বল ব্যাটে লেগেছে বলেই মনে হচ্ছে।''

এদিকে, বক্সিং ডে টেস্টে ভারত পরাজিত হয়েছে। মেলবোর্নে ১৮৪ রানে হেরে গেছে ভারত। ৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৫ রানেই অলআউট হয়ে যায় ভারত। জয়সওয়ালই ভারতের সর্বোচ্চ স্কোরার। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নেন। নাথান লিয়নের দুটি উইকেট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |