গাব্বায় তৃতীয় দিন ভারতের সেরা ব্যাটার বৃষ্টি, হার এড়াতে পারবেন রোহিতরা?

ব্রিসবেনের দ্য গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে জয় পাচ্ছে না ভারতীয় দল। এই ম্যাচ ড্র করতে পারলেই স্বস্তি পাবেন রোহিত শর্মারা।

বৃষ্টি কি ভারতীয় দলকে হার এড়াতে সাহায্য করবে? ব্রিসবেনের দ্য গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই আলোচনাই চলছে। ভারতের ব্যাটাররা প্রথম ইনিংসে এখনও পর্যন্ত যে পারফরম্যান্স দেখিয়েছেন তাতে অস্ট্রেলিয়ার পাল্লা ভারী। রোহিত শর্মা, কে এল রাহুলরা অসামান্য ব্যাটিং করতে না পারলে প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হয়ে যেতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে ভারতকে ফলো-অন করাতে পারে অস্ট্রেলিয়া। এই ম্যাচে এখনও ৬ সেশনের খেলা বাকি। পুরো সময় খেলা হলে ভারতীয় দলের পক্ষে হার বাঁচানো কঠিন। এই কারণে আবহাওয়ার দিকে তাকিয়ে ভারতীয় শিবির। বৃষ্টির জন্য যদি চতুর্থ দিনও খেলায় বিঘ্ন ঘটে, তাহলে ভারতীয় দলের পক্ষে হার এড়ানো সম্ভব হতে পারে।

ফের ভারতের ব্যাটিং বিপর্যয়

Latest Videos

ব্রিসবেন টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৫১। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ৩৯৪ রানে পিছিয়ে রোহিতরা। দিনের শেষে ক্রিজে রাহুল (৩৩) ও রোহিত (০)। ফের ব্যর্থ যশস্বী জয়সোয়াল (৪), শুবমান গিল (১), বিরাট কোহলি (৩), ঋষভ পন্থ (৯)। চতুর্থ দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত ও রাহুল যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ভারতীয় দল লড়াইয়ে থাকবে। না হলে হারের আশঙ্কা বেড়ে যাবে। তৃতীয় দিন একাধিকবার বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটেছে। ভারতীয় শিবির চাইছে, চতুর্থ দিনও বৃষ্টি হোক।

অস্ট্রেলিয়ার বিশাল স্কোর

সোমবার তৃতীয় দিন ৪৪৫ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে। এদিন ৭০ রান করে আউট হন উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। মিচেল স্টার্ক করেন ১৮ রান। ৭৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ৯৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৯৫ রান দিয়ে ১ উইকেট নেন আকাশ দীপ। ৬৫ রান দিয়ে ১ উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বানরের সঙ্গে জসপ্রীত বুমরার তুলনা! ক্ষমা চাইলেন ইংল্যান্ডের প্রাক্তন বাঙালি ক্রিকেটার

হোটেলের ঘরেই থেকে গেলেন যশস্বী জয়সোয়াল, দলের বাকিরা চলে গেলেন বিমানবন্দরে

অ্যাডিলেডে ব্যর্থতা, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ধাক্কা খেলেন বিরাট-রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP