অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি এই সফর নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন।
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা কার্যত নেই। এই পরিস্থিতিতে যশস্বী জয়সোয়ালের সঙ্গে কে ওপেন করবেন, সে বিষয়ে এখন ক্রিকেট মহলে জল্পনা চলছে। অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে এ বিষয়ে নিজের মতামত জানালেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘(অভিমন্যু) ঈশ্বরণ দলে আছে, কে এল (রাহুল) দলে আছে। রোহিত যদি প্রথম টেস্ট ম্যাচে না খেলে, তাহলে আমরা ম্যাচের আগে সিদ্ধান্ত নেব। আমাদের দলে একাধিক ওপেনার আছে। এমন নয় যে আমাদের দলে ওপেনারের অভাব আছে। দলে অনেক ওপেনার আছে। প্রথম টেস্ট ম্যাচের আগে আমরা সেরা একাদশ বেছে নেব।’
পারথ টেস্টের আগে দলে যোগ দেবেন রোহিত?
দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না রোহিত। তিনি পারথ টেস্ট ম্যাচে অনিশ্চিত। এ বিষয়ে গম্ভীর বলেছেন, ‘রোহিত প্রথম টেস্টে খেলবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, সে বিষয়ে আমরা যথা সময়ে জানিয়ে দেব। আশা করি প্রথম টেস্টে রোহিত খেলবে। সিরিজ শুরু হওয়ার আগে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। (জসপ্রীত) বুমরা দলের সহ-অধিনায়ক। রোহিত যদি না খেলে, তাহলে পারথে দলকে নেতৃত্ব দেবে বুমরা।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছে না ভারত!
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৪-০ জয় পেতে হবে। তবে গম্ভীর জানিয়েছেন, ভারতীয় দল সেসব নিয়ে ভাবছে না। তাঁর মতে, জাতীয় দলের হয়ে খেলার সময় সব সিরিজই গুরুত্বপূর্ণ। সেভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজকেও গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি, সতীর্থদের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন বিরাট
বরুণ চক্রবর্তীর ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে লড়াই করেও হার ভারতের
বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল