বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি, সতীর্থদের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন বিরাট

সম্প্রতি ভালো ফর্মে নেই ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট।

ধাপে ধাপে সতীর্থরা পৌঁছবেন। তার আগেই পারথে পৌঁছে গেলেন বিরাট কোহলি। ২২ নভেম্বর শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আগেই সেখানে পৌঁছে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সবার আগে পৌঁছে গেলেন বিরাট। তিনি পারথ বিমানবন্দরে নামার পর দ্রুত সেখান থেকে হোটেলের দিকে রওনা হন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ বিরাটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজেও ব্যর্থ হলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে। এমনকী, টেস্ট দল থেকে বাদও পড়তে পারেন এই তারকা ব্যাটার। এই কারণে তিনি আগেই পারথে পৌঁছে গেলেন। সেখানে ভালোভাবে প্রস্তুতি নিয়ে টেস্ট সিরিজে খেলতে নামবেন বিরাট।

স্ত্রী-সন্তানদের নিয়ে বিমানবন্দরে বিরাট

Latest Videos

রবিবার রাতে স্ত্রী অনুষ্কা শর্মা, দুই সন্তান ভামিকা ও একে কোহলিকে নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন বিরাট। তাঁরা একসঙ্গে গাড়ি থেকে নামেন। স্ত্রী ও সন্তানদের ছবি না তোলার জন্য আলোকচিত্রীদের অনুরোধ করেন বিরাট। তিনি একা ছবি তোলেন। এরপর বিমানবন্দরের ভিতরে চলে যান বিরাট

মঙ্গলবার অনুশীলন শুরু ভারতের

বিসিসিআই সূত্রে খবর, মঙ্গলবার পারথের ওয়াকা গ্রাউন্ডে বিরাটদের অনুশীলন শুরু হবে। কোনও অত্যুৎসাহী সমর্থক বা সাংবাদিকরা যাতে অনুশীলন দেখতে না পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। বিরাট একা অস্ট্রেলিয়ার উড়ান ধরলেও, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সহকারী কোচদের সঙ্গে একই উড়ানে যাচ্ছেন শুবমান গিল, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সোয়াল, মহম্মদ সিরাজ। সোমবার দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়া রওনা হচ্ছেন বাকি ক্রিকেটাররা। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য দলের সঙ্গে বা একা আপাতত অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তিনি হয়তো প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বরুণ চক্রবর্তীর ৫ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে লড়াই করেও হার ভারতের

বিফলে ধ্রুব জুরেলের লড়াই, অস্ট্রেলিয়া সফরে বেসরকারি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয় এ দল

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার