অবসর ভেঙে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন ওয়ার্নার? কী জানালেন অস্ট্রেলিয়ার কোচ?

ভারতে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারও ভারতপ্রেমী। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, ভারতের বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Soumya Gangully | Published : Oct 27, 2024 11:09 AM IST / Updated: Oct 27 2024, 05:34 PM IST

অবসর ভেঙে কি দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরবেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার? হঠাৎই এই জল্পনা শুরু হয়েছে। তবে অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এই জল্পনা হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, 'ডেভিডের কথা শুনে অনেকেই ওকে নিয়ে জল্পনা শুরু করেছে। কিন্তু ডেভিড এখন অবসর নেওয়া ক্রিকেটার। গত বছর ওকে আমরা খুব সুন্দরভাবে বিদায় জানিয়েছি। ডেভিডের জাতীয় দলে ফেরা নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি।' অস্ট্রেলিয়ার কোচের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন না ওয়ার্নার।

রসিকতা করেছেন ওয়ার্নার?

Latest Videos

সম্প্রতি ওয়ার্নার বলেছেন, যদি অস্ট্রেলিয়া দলে তাঁকে নেওয়া হয়, তাহলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে লাল বলের সেরা প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে খেলার জন্য তৈরি হচ্ছেন বলেও জানিয়েছেন ওয়ার্নার। তাঁর এই মন্তব্যের পরেই ক্রিকেট মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, ভারতের বিরুদ্ধে খেলার জন্য অবসর ভেঙে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন ওয়ার্নার। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ স্পষ্ট করে দিলেন, এই ব্যাটার জাতীয় দলে ফিরছেন না। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সও প্রাক্তন সতীর্থ ওয়ার্নারের অবসর ভেঙে জাতীয় দলে ফেরার সম্ভাবনা হেসে উড়িয়ে দিয়েছেন।

আগামী মাসে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

২২ নভেম্বর পারথে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। এরপর ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই ম্যাচ হবে দিন-রাতের। ১৪ ডিসেম্বর গাব্বায় তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচ শুরু হবে। এরপর ২০২৫ সালের ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের পঞ্চম ম্যাচ শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আড়াই দশক পর ফের লজ্জার সামনে ভারতীয় দল, দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবেন রোহিতরা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

পুণেতে 'আড়াই দিনের উল্টোপাল্টা,' ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার ভারতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'দোষী মমতার পদত্যাগ চাইছেন না, আন্দোলনের শেষটা বলে নামুন' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
অপূর্ব ভাবনার সঙ্গে ৫০-এ পা শ্রীকলোনি মৈনাক ক্লাবের! শিল্পীদের ছোঁয়ায় এবারের থিম ‘কালীক্ষেত্র মৈনাক’
'তন্ময় ভট্টাচার্যকে গ্রেপ্তার করতে বারণ করেছে মমতা' কেন! ফাঁস করলেন শুভেন্দু | Suvendu Adhikari
'স্বাস্থ্যব্যবস্থায় পচন ধরেছে! তবুও মমতার পদত্যাগ চাইছেন না' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
১১৩ বছর পরও চলছে Nadia-র ডাকাতদের সেই কালীপুজো! জেনে নিন সেই বিস্ময়কর ইতিহাস! | Kali Puja 2024