গত তিন দশকে ভারতীয় দল দেশের মাটিতে খুব কম টেস্ট সিরিজেই হেরে গিয়েছে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেই বিরল ঘটনা ঘটেছে।
সেটা ছিল ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সচিন তেন্ডুলকরের শেষ সিরিজ। ঘটনাচক্রে সেটাই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের শেষ টেস্ট সিরিজ হয়ে যায়। ২০০০ সালের ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে ০-২ হেরে যায় ভারতীয় দল। তারপর কেটে গিয়েছে প্রায় ২৫ বছর। এতদিনে দেশের মাটিতে খুব কম টেস্ট সিরিজেই হেরে গিয়েছে ভারতীয় দল। কোনও সিরিজেই হোয়াইটওয়াশ হতে হয়নি। কিন্তু এবার প্রায় আড়াই দশকের পুরনো লজ্জা ফিরতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ভারতীয় দল। বেঙ্গালুরুর পর পুণে টেস্ট ম্যাচেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজে শুধু মুম্বই টেস্ট ম্যাচ বাকি। সেই ম্যাচেও যদি ভারতীয় দল হেরে যায়, তাহলে এবার দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হবে। এই লজ্জা এড়াতে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
২০০০ সালে ভারত-আফ্রিকা সিরিজে কী হয়েছিল?
২০০০ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সচিন ঘোষণা করেন, তিনি ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে যাচ্ছেন। ফলে ভারতীয় ক্রিকেটে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। সচিনের নিজের শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৪ উইকেটে হেরে যায় ভারতীয় দল। প্রথম ইনিংসে ৯৭ রান এবং ৫ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন সচিন। তবে তিনি দলকে জেতাতে পারেননি। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিংস ও ৭১ রানে হেরে যায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেও দলের পতন রোধ করতে পারেননি মহম্মদ আজহারউদ্দিন।
ওয়াংখেড়েতে সিরিজের শেষ ম্যাচ
১ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই ম্যাচ জিতে সিরিজের ফল ২-১ করতে মরিয়া ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?
পুণেতে 'আড়াই দিনের উল্টোপাল্টা,' ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হার ভারতের
২০২৫ সালের আইপিএল-এ খেলবেন? নিলামের আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি