দিল্লি টেস্টের একটি সেশন বাদ দিয়ে দুরন্ত পারফরম্যান্স অস্ট্রেলিয়ার, দাবি ম্যাক্সওয়েলের

ভারত সফরে টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে অস্ট্রেলিয়া। এই সিরিজে স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্বদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল।

ভারত সফরে চলতি টেস্ট সিরিজে দিল্লি টেস্ট ম্যাচে একটি সেশন বাদ দিয়ে বাকি সময়টা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে অস্ট্রেলিয়া দল। এমনই দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চোটের জন্য কয়েক মাস মাঠের বাইরে ছিলেন ম্যাক্সওয়েল। সম্প্রতি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই তারকা। ভারত সফরে টেস্ট সিরিজের দলে না থাকলেও, ওডিআই সিরিজের দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। ভারতে ওডিআই সিরিজ খেলতে আসার আগে ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমাদের দল দুর্দান্ত লড়াই করেছে। একটি সেশন ছাড়া আমাদের দল অসামান্য পারফরম্যান্স দেখিয়েছে। ভারত সফরে গিয়ে খেলা অত্যন্ত কঠিন। ওখানে খেলা মোটেই সহজ নয়। ভারত আমাদের কাছে অনেকটাই অচেনা। তবে আমার মনে হয়, কয়েকটি ছোট ছোট মুহূর্ত ছাড়া আমরা লড়াই করছি। আমরা বেশিরভাগ সময়ই ভারতের সঙ্গে সমানতালে পাল্লা দিতে পারছি। আমাদের দল যে লড়াই করতে পারে, সেটা দেখিয়ে দিয়েছে।’

ম্যাক্সওয়েল আরও বলেছেন, 'ভারত সফরে টেস্ট ম্যাচে বড় রান করতে হলে উইকেটে টিকে থাকা জরুরি। আমি সতীর্থদের এই বার্তাই দিতে চাই। ভারতীয় দলের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি নিজেদের দখলে নিতে হবে। দিল্লি টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল, আমরাই এই ম্যাচে এগিয়ে আছি। ভারতের মাটিতে টেস্ট ম্যাচের যে কোনও সময়ে ভারতীয় দলের চেয়ে এগিয়ে থাকা ভালো লক্ষণ। এর অর্থ হল আমরা ঠিক পথেই এগোচ্ছি। আমাদের আরও একটু ভালো পারফরম্যান্স দেখাতে হবে।'

Latest Videos

অস্ট্রেলিয়ার হয়ে বর্তমানে যাঁরা ক্রিকেট খেলছেন, তাঁদের মধ্যে স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েল ছাড়া আর কারও ভারতের মাটিতে টেস্ট ম্যাচে শতরান নেই। চলতি সিরিজে অবশ্য এখনও শতরান করতে পারেননি স্মিথ। নাগপুর টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। দিল্লি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২ বল খেলে ০ রানেই আউট হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন স্মিথ।

এই সিরিজে এখনও পর্যন্ত একবারও মনে হয়নি অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পারে। নাথান লিয়ন, টড মারফি, ম্যাথু কুনেম্যানরা ভালো পারফরম্যান্স দেখালেও, অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেভাবে দাপট দেখাতে পারেননি। দিল্লি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৮১ রান করেন উসমান খাজা। তবে তিনিও ভারতের বোলারদের চাপে ফেলে দিতে পারেননি।

আরও পড়ুন-

এভাবে চোট পেয়ে ভারত সফর থেকে দেশে ফিরতে চাইনি, জানালেন ব্যথিত ডেভিড ওয়ার্নার

বোলারকে আর খলনায়ক বলা যাবে না, ক্রিকেটের সব পর্যায়েই 'মানকাডিং' স্বাভাবিক, ঘোষণা এমসিসি-র

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam