সংক্ষিপ্ত
চোটের জন্য দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন মাঠ ছাড়তে হয় ডেভিড ওয়ার্নারকে। তিনি দেশে ফিরে গিয়েছেন। এই সিরিজের আর কোনও ম্যাচে খেলতে পারবেন না।
এবারই হয়তো ভারতের মাটিতে শেষবার টেস্ট ম্যাচ খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি বেশ কিছুদিন ধরেই ফর্মে ছিলেন না। তবে ভারত সফরে স্পিন বোলিং ভালোভাবে সামাল দিয়ে বড় স্কোর করবেন বলেই আশা করেছিল টিম ম্যানেজমেন্ট। ওয়ার্নার অবশ্য ভারত সফরে আসার আগেই জানিয়েছিলেন, টানা খেলে তিনি ক্লান্ত-অবসন্ন। যদিও টিম ম্যানেজমেন্ট সে কথা মানতে চায়নি। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন ওয়ার্নার। এরপর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৫ রান করেন এই ওপেনার। এরপরেই চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। এই ওপেনারের পরিবর্তে দিল্লি টেস্ট ম্যাচের বাকি সময়টা খেলেন ম্যাট রেনশ। পরে ওয়ার্নার জানান, তাঁর কনুইয়ে চিড় ধরেছে। এই চোটের জন্যই সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে। টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ব্যাটার। তবে ওডিআই সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। চোট সারিয়ে ফিট হয়ে উঠলে ফের ভারত সফরে আসবেন ওয়ার্নার।
দেশে ফিরে ৩৬ বছর বয়সি এই ব্যাটার বলেছেন, 'চোট পেয়ে ভারত সফর ছেড়ে এভাবে দেশে ফিরতে হওয়ায় আমি দুঃখিত। এই স্মৃতি নিয়ে আমি ভারত থেকে দেশে ফিরতে চাইনি। আমরা এখনও পর্যন্ত যে ম্যাচগুলি খেলেছি, সব ম্যাচেই গ্যালারিতে দর্শকদের উপস্থিতি দেখা গিয়েছে। দিল্লি টেস্ট ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। তবে আমরা আরও দু'টি ম্যাচ খেলব। আশা করি আমরা এই সিরিজে প্রত্যাবর্তন ঘটাতে পারব।'
এর আগে ওয়ার্নার বলেন, ‘আমার হাতে ১২ মাস আছে। আমাদের দল অনেক ম্যাচ খেলবে। আমি যদি রান করতে থাকি এবং সেরা ফর্মে থাকি, তাহলে দলে নিজের জায়গা ধরে রাখতে পারব। আমি যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে সেটা দলের পক্ষেই ভালো হবে। সমালোচনা করা খুব সহজ। কোনও খেলোয়াড়ের বয়স ৩৬ বা ৩৭ বছর হলেই সমালোচনার শিকার হতে হয়। আমি এর আগেও দেখেছি, প্রাক্তন ক্রিকেটারদের এভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তাই আমি মনে করি, নিজে যদি অন্যদের চাপ নিজের উপর নিতে পারি, তাহলে দল নিয়ে আর কাউকে ভাবতে হবে না। আমার চাপ নিতে ভালোই লাগে।’
আরও পড়ুন-
বোলারকে আর খলনায়ক বলা যাবে না, ক্রিকেটের সব পর্যায়েই 'মানকাডিং' স্বাভাবিক, ঘোষণা এমসিসি-র
স্কুলপড়ুয়ার মতো রান আউট! নাসির হুসেনের কটাক্ষের জবাব হরমনপ্রীত কউরের
Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের