সংক্ষিপ্ত

বিসিসিআই-এর আপত্তিতে ২০২৩ সালে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় সরে গিয়েছিল। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হতে পারে।

বিসিসিআই-এর অনড় মনোভাবের কাছে ফের মাথানত করতে চলেছে পিসিবি। এতদিন হাইব্রিড মডেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজনের বিপক্ষে মতপ্রকাশ করলেও, টুর্নামেন্ট যত এগিয়ে আসছে, ততই সুর নরম করছে পিসিবি। ১১ নভেম্বর লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হতে পারে। তার আগে পিসিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সূচিতে কিছু 'আপস' করা যেতে পারে। ভারতীয় দল যদি শেষপর্যন্ত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হয়, তাহলে ২০২৩ সালের এশিয়া কাপের মতোই এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। ভারতীয় দলের ম্যাচগুলি লাহোরের বদলে দুবাই বা শারজায় হতে পারে। সোমবার সূচি ঘোষণা হলে পুরো বিষয়টি স্পষ্ট হবে।

বিকল্প ব্যবস্থা তৈরি

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তাঁর এই সফরের পরেও ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে বিসিসিআই যে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি পাবে না, সেটি দিনের আলোর মতো স্পষ্ট। পিসিবি-র কর্তারাও এ কথা জানেন। ভারতীয় দলকে বাদ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন করা সম্ভব নয়। ভারতীয় দল না খেললে টুর্নামেন্টের কোনও আকর্ষণ থাকবে না। ভারত-পাকিস্তান ম্যাচই টুর্নামেন্টের মূল আকর্ষণ। এই কারণেই নমনীয় হচ্ছে পিসিবি। ভারতীয় দলের গ্রুপের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে হলেও, রোহিত শর্মা-বিরাট কোহলিরা সেমি-ফাইনাল বা ফাইনালে পৌঁছলে কোথায় ম্যাচ হবে, তা এখনও স্পষ্ট নয়।

জয় শাহের ভূমিকা গুরুত্বপূর্ণ

আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণেই হয়তো আগাম হাইব্রিড মডেলের কথা বলছে পিসিবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানেই হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, কী করবে বিসিসিআই?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হারের জন্য দায়ী চেন্নাই সুপার কিংস!

আইপিএল নিলামের আগে রঞ্জি ট্রফিতে ২২৮ বলে ২৩৩, কেকেআর ম্যানেজমেন্টকে জবাব শ্রেয়াসের