বিরাট কোহলি এখনও তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার? কী বলছেন স্যাম কনস্টাস?

Published : Dec 26, 2024, 05:38 PM ISTUpdated : Dec 26, 2024, 05:49 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল থেকে বিরাট কোহলি ও স্যাম কনস্টাসের ঝামেলা নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। তবে স্বয়ং কনস্টাস এই ঝামেলা বাড়াতে নারাজ।

মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন বিরাট কোহলির সঙ্গে বচসা হলেও, তাঁর প্রতি শ্রদ্ধাশীল অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। তিনি বলেছেন, 'আমি গ্লাভস ঠিক করছিলাম। সেই সময় আমার মনে হয়, বিরাট কোহলি দুর্ঘটনাবশত আমাকে ধাক্কা মারে। ক্রিকেটে এরকম হতেই পারে। মানসিক চাপ তৈরি হয়েছিল।' ১৯ বছর বয়সি এই তরুণ ব্যাটার বিরাটকেই তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবারের ঘটনার পরেও বিরাটকে প্রিয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছেন কনস্টাস। তিনি বিরাটের সঙ্গে ঝামেলা বাড়াতে নারাজ। প্রিয় ক্রিকেটারের সঙ্গে বচসা নিয়ে ভাবার বদলে আরও ভালো পারফরম্যান্সের উপর জোর দিচ্ছেন কনস্টাস।

দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্সের লক্ষ্যে কনস্টাস

বৃহস্পতিবারই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে কনস্টাসের। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে প্রথম ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এই তরুণ। তিনি ৬৫ বলে ৬০ রান করেন। এই ইনিংসেই আবার বিরাটের সঙ্গে বচসায় জড়ালেন কনস্টাস। তিনি এই এই ইনিংস সম্পর্কে বলেছেন, ‘আমি শুধু লড়াই করতে চাইছিলাম। যারই মোকাবিলা করতে হোক না কেন, আমি সেরা পারফরম্যান্স দেখাতে চাইছিলাম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাতে আমার ভালোই হয়েছে। আমার মনে হয়, তার ফলেই সেরা পারফরম্যান্স দেখাতে পেরেছি। আশা করি পরের ইনিংসেও এভাবেই খেলতে পারব।’

 

 

জসপ্রীত বুমরার বলে অসাধারণ ব্যাটিং কনস্টাসের

বিরাটের সঙ্গে বচসার পর জসপ্রীত বুমরার বোলিংয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কনস্টাস। তিনি ১১-তম ওভারে জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। বুমরার প্রথম স্পেলে ৩৪ রান করেন কনস্টাস। টেস্ট ক্রিকেটে এর আগে অন্য কোনও ব্যাটার বুমরার কোনও স্পেলে এত রান করতে পারেননি। ফলে টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসেই ইতিহাস গড়লেন কনস্টাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?