জরিমানা করেই ছাড় দিল আইসিসি, মেলবোর্নে বিতর্কের পর নির্বাসন এড়ালেন বিরাট

Published : Dec 26, 2024, 02:48 PM ISTUpdated : Dec 26, 2024, 03:21 PM IST
Virat Kohli Anushka Sharma

সংক্ষিপ্ত

আইসিসি আচরণবিধি লঙ্ঘন করার দায়ে বিরাট কোহলি কড়া শাস্তির মুখে পড়বেন বলে শোনা যাচ্ছিল। তবে শেষপর্যন্ত স্বস্তি পেলেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় শিবিরেও স্বস্তি ফিরল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন স্যাম কনস্টাসের কাঁধে ধাক্কা মারার ঘটনায় শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি। তবে তিনি কঠোর শাস্তি এড়ালেন। বিরাটের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে ১০ মিনিট কথা বলেন বিরাট। এরপরেই তাঁর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। বিরাটের বিরুদ্ধে আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান অফেন্সের অভিযোগ আনা হয়েছে। মাঠে বিপক্ষের কোনও ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করার জন্য এটাই সর্বনিম্ন শাস্তি। বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, এই ঘটনার জন্য সিডনি টেস্ট ম্যাচে নির্বাসিত হতে পারেন বিরাট। তবে তাঁকে কঠিন শাস্তি পেতে হল না। শুধু এক ডিমেরিট পয়েন্ট দিয়েই ছেড়ে দিল আইসিসি।

ঠিক কী হয়েছে মেলবোর্নে?

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের দশম ওভার শেষ হওয়ার পর কনস্টাসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট। তিনি মাঠের অন্য প্রান্তে যাচ্ছিলেন। অন্যদিকে, ওপেনিং পার্টনার উসমান খাজার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিলেন কনস্টাস। সেই সময় তাঁর কাঁধে ধাক্কা দেন বিরাট। এরপর বিরাটের উদ্দেশ্যে কিছু বলেন কনস্টাস। পাল্টা তাঁর দিকে এগিয়ে গিয়ে উত্তেজিতভাবে কিছু বলেন বিরাট। সেই সময় পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে যান খাজা ও আম্পায়ার। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। নানা মত শোনা যাচ্ছে। তবে বিরাট কড়া শাস্তি না পাওয়ায় ভারতীয় শিবিরে স্বস্তি।

 

 

বিরাটের সমালোচনায় রবি শাস্ত্রী

বিরাটের আচরণে অখুশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর দাবি, এই ধরনের আচরণ সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা