সংক্ষিপ্ত
এবারের অস্ট্রেলিয়া সফরে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচেও দুর্দান্ত বোলিং করছেন এই পেসার।
ঠিক যেন সচিন তেন্ডুলকর-হেনরি ওলোঙ্গা লড়াইয়ের পুনরাবৃত্তি। জিম্বাবোয়ের প্রাক্তন পেসার ওলোঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরেই সচিনকে আউট করে নানা অঙ্গভঙ্গি করেছিলেন। পরের ম্যাচেই তাঁকে সাধারণ বোলারের পর্যায়ে নামিয়ে এনেছিলেন সচিন। একইভাবে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে অভিষেক ইনিংসেই বর্তমানে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরার বলে রান করার পর গ্যালারিকে তাতিয়েছিলেন স্যাম কনস্টাস। তিনি ঠিক যে ভঙ্গি করেছিলেন, রবিবার বক্সিং ডে টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই এই তরুণ ওপেনারকে আউট করে একই ভঙ্গি করলেন বুমরা। তিনিও গ্যালারিকে তাতিয়ে দিলেন। প্রথম ইনিংসে ৬০ রান করেছিলেন কনস্টাস। তবে দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৮ রান করেই বোল্ড হয়ে গেলেন। তাঁর মিডল স্টাম্প ছিটকে দিলেন বুমরা। তিনি বুঝিয়ে দিলেন, অভিষেক টেস্টে বিশ্বের সেরা পেসারকে তুচ্ছ জ্ঞান করলে তার ফল ভোগ করতেই হয়।
বদলা নিয়ে উচ্ছ্বসিত বুমরা
উইকেট নিয়ে বুমরা সাধারণত উচ্ছ্বাসে ফেটে পড়েন না। তিনি সতীর্থদের দিকে এগিয়ে গিয়ে সবার সঙ্গে আনন্দ করেন। কিন্তু রবিবার কনস্টাসকে আউট করার পর এই পেসারকে অন্য মেজাজে দেখা গেল। আসলে প্রথম ইনিংসে তাঁর বলে একের পর এক বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন কনস্টাস। এই তরুণ ব্যাটারের আক্রমণাত্মক খেলা এবং অঙ্গভঙ্গি ভালোভাবে নেননি বুমরা। তাঁর আত্মসম্মানে আঘাত লেগেছিল। দ্বিতীয় ইনিংসে কনস্টাসকে আউট করে প্রথম ইনিংসের বদলা নিলেন বুমরা।
মেলবোর্নে চাপে ভারত
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন বুমরা। কিন্তু মার্নাস লাবুশেনের অর্ধশতরানের সুবাদে ভালো জায়গায় অস্ট্রেলিয়া। এখন লিড ২৪০। যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করাই বুমরার লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বুমরার পর উইকেট সিরাজের, মেলবোর্নে চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে লড়াইয়ে ভারত
মেলবোর্নে জয় অধরা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ভারত?
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে ভারত, দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় বুমরা