সংক্ষিপ্ত

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের ফল হবে না ড্র হয়ে যাবে? দ্বিতীয় ইনিংসে ভারতের বোলারদের পারফরম্যান্সের উপর ম্যাচের ফল অনেকটাই নির্ভর করছে।

বক্সিং ডে টে টেস্ট ম্যাচের চতুর্থ দিন সকালে প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ১৮৯ বলে ১১৪ রান করে নাথান লিয়নের বলে মিচেল স্টার্ককে ক্যাচ দিয়ে ফিরে যান নীতীশ কুমার রেড্ডি। তিনি আউট হয়ে যেতেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে ১০৫ রানে পিছিয়ে ভারত। এই ম্যাচে এখনও পাঁচ সেশনের খেলা বাকি। লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরা, আকাশ দীপরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ভারতীয় দল লড়াইয়ে থাকবে।

দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা বুমরার

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৬০ রান করেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। এই ইনিংসেই তাঁর সঙ্গে বিরাট কোহলির বচসা হয়। অভিষেক টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না কনস্টাস। ১৮ বল খেলে ৮ রান করেই বুমরার বলে বোল্ড হয়ে গেলেন এই তরুণ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ধাক্কা দিলেন বুমরা। আরও উইকেট নেওয়াই ভারতের সহ-অধিনায়কের লক্ষ্য।

মেলবোর্নে জয় পাবে ভারত?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতীয় দলকে মেলবোর্নে জয় পেতে হবে। এই ম্যাচেও জয় অধরা থেকে গেলে ভারতীয় দলের পক্ষে টানা তৃতীয়বার ফাইনালে খেলা সম্ভব হবে না। তবে প্রথম ইনিংসে শতাধিক রানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মাদের কাজ অত্যন্ত কঠিন। ভারতের বোলাররা যত কম রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারেন, ততই ভারতীয় দলের জয়ের সম্ভাবনা বাড়বে।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাইব্রিড মডেলেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, পাল্টা টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না পিসিবি

আইসিসি টুর্নামেন্টের খরা কাটাল ভারত, বিসিসিআই প্রধান জয় শাহ, ২০২৪ সালে ক্রিকেট দুনিয়ায় আর কী হল?

বৃহস্পতিবার শুরু বক্সিং ডে টেস্ট, কপিল দেবের একাধিক রেকর্ড ভাঙার মুখে জসপ্রীত বুমরা