বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন উত্তপ্ত মেলবোর্ন, বুমরার ৩ উইকেটেও চাপে ভারত

অ্যাডিলেড, ব্রিসবেনে জয় পায়নি ভারতীয় দল। মেলবোর্নেও কি জয় হাতছাড়া হয়ে যাবে? বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়ার ব্যাটিং দাপটে সেই আশঙ্কা বাড়ছে।

অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির উত্তপ্ত বাক্যবিনিময়, কাঁধ দিয়ে ধাক্কা। বিপজ্জনক ট্রেভিস হেডের রান করার আগেই জসপ্রীত বুমরার শিকার হওয়া। সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের ভালো পারফরম্যান্স। সবমিলিয়ে বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন ঘটনাবহুল হয়ে থাকল। দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩১১। ৬৮ রান করে অপরাজিত স্টিভ স্মিথ। তাঁর সঙ্গে ক্রিজে অধিনায়ক প্যাট কামিন্স (৮)। ভারতের হয়ে ৭৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ১ উইকেট করে নিয়েছেন আকাশ দীপ, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। স্মিথরা যেভাবে ব্যাটিং করছেন, তাতে ভারতীয় দলের উপর চাপ বাড়ছে।

অভিষেক টেস্টেই নজর কাড়লেন কনস্টাস

Latest Videos

ওপেনার নাথান ম্যাকস্যুইনির পরিবর্তে মেলবোর্নে খেলার সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার কনস্টাস। টেস্টে অভিষেকেই বুমরা, মহম্মদ সিরাজদের আক্রমণ সামলে নজরকাড়া ইনিংস খেললেন এই তরুণ। ৬৫ বলে ৬০ রান করে জাডেজার বলে এলবিডব্লু হয়ে গেলেন কনস্টাস। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার উসমান খাজা করেন ৫৭ রান। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে যোগ হয় ৮৯ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মার্নাস লাবুশেন করেন ৭২ রান। ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি মিচেল মার্শ (৪)। অ্যালেক্স কেরি করেন ৩১ রান।

দ্বিতীয় দিন কঠিন লড়াই ভারতের

বক্সিং ডে-তে সমর্থকদের কোনও বিশেষ উপহার দিতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। দিনের শেষে ভারতীয় শিবিরে কিছুটা হতাশা। দ্বিতীয় দিন যদি ভারতের বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে ঘুরে দাঁড়াতে পারবে দল। না হলে হয়তো এই ম্যাচে জয় পাওয়া সম্ভব হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia