IND vs NZ 2nd T20: স্টেডিয়ামে উপস্থিত এক সমর্থকের তোলা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ম্যাচের আগে, অনুশীলনের জন্য মাঠে আসেন হার্দিক পান্ডিয়া।

IND vs NZ 2nd T20: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্যাচের ঠিক আগের মুহূর্তে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ধারাভাষ্যকার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুরলি কার্তিকের মধ্যে বচসা বেঁধে যায় (hardik pandya video clip)। মাঠের ভিতরের মধ্যে সেই ঝামেলা কার্যত, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে (ind vs nz t20 2026)। 

হ্যান্ডশেক থেকে বিতর্কের সূত্রপাত

স্টেডিয়ামে উপস্থিত এক সমর্থকের তোলা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ম্যাচের আগে, অনুশীলনের জন্য মাঠে আসেন হার্দিক পান্ডিয়া। তখন বাউন্ডারি লাইনের কাছে মুরলি কার্তিককে দেখে হার্দিক প্রথমে তাঁর সঙ্গে হ্যান্ডশেক করেন। কিন্তু তারপরেই হার্দিককে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা সেই ভিডিওতে।

হাত নেড়ে এবং চিৎকার করে হার্দিক যখন মুরালি কার্তিকের সঙ্গে কথা বলছিলেন, তখন কার্তিক তাঁকে শান্ত করার চেষ্টা করেন বলেই দেখে মনে হচ্ছে সেই ভিডিওতে। ঠিক কী কারণে তাদের মধ্যে তর্ক হয়েছে তা স্পষ্ট না হলেও, ক্রিকেট ফ্যানরা মনে করছেন যে, আগে ধারাভাষ্য দেওয়ার সময় পান্ডিয়াকে নিয়ে কার্তিকের করা কিছু মন্তব্যই হয়ত তাঁকে উত্তেজিত করে দিয়েছে। 

উল্লেখ্য, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের মধ্যে একটি ম্যাচে মুম্বই ১২ রানে পরাজিত হওয়ার পর, হার্দিকের কৌশল নিয়ে কার্তিক তীব্র সমালোচনা করেন। 

Scroll to load tweet…

ব্যাটিং বিভাগেও হার্দিক বেশ ভালো খেলেন

যে ম্যাচে, তিলক ভার্মা ছন্দে ছিলেন না, সেই ম্যাচের শেষ ওভারে, তিলককে রিটায়ার্ড আউট করে মিচেল স্যান্টনারকে নামানো হয়। কিন্তু স্যান্টনারকে স্ট্রাইক না দিয়ে হার্দিকের ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন কার্তিক। তিনি বলেন, হার্দিক যে বলগুলি রান না নিয়ে নষ্ট করেছেন, তাঁর কয়েকটিতে হয়ত স্যান্টনার ছয় মারতে পারতেন। এখন এটিই হার্দিককে উত্তেজিত করার আসল কারণ কি না, তা যদিও স্পষ্ট নয়।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও দুর্দান্ত বোলিং করেন হার্দিক। ৩ ওভারে মাত্র ২৫ রান দিয়ে একটি উইকেটও নেন পান্ডিয়া। এছাড়া প্রথম ম্যাচে, ১৬ বলে ২৫ রান করে ব্যাটিং বিভাগেও হার্দিক বেশ ভালো খেলেন।


YouTube video player

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।