দলের প্রয়োজনের সময় ফের ব্যর্থ রোহিত-রাহুল, মেলবোর্নে শেষ দিন ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

Published : Dec 30, 2024, 06:31 AM ISTUpdated : Dec 30, 2024, 06:49 AM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

বিরাট কোনও অঘটন না ঘটলে অ্যাডিলেডের মতোই মেলবোর্নেও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ ড্র হতে চলেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে ভারতের উপর চাপ বাড়ছে।

সারাদিন ব্যাটিং করে কি মেলবোর্ন টেস্ট ড্র করতে পারবে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ? যথেষ্ট সংশয় রয়েছে। অতীতে বারবার দেখা গিয়েছে, একবার ধস নামলে আর সামাল দেওয়া যায় না। সোমবারও কি সেটা হবে? না কি অন্তত ড্র করতে পারবে ভারতীয় দল? এখনই বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি কঠিন। ড্রয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ফের ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৯)। দলের প্রয়োজনের সময় অধিনায়কের ব্যাটই সবচেয়ে চওড়া হয়ে ওঠার কথা। কিন্তু তা হল না। ফের ব্যর্থ কে এল রাহুল (০)। ওপেনিং পজিশন থেকে সরে যাওয়ার পরেই ছন্দ হারিয়েছেন রাহুল। স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই পরপর ২ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।

সেরা সময় পেরিয়ে এসেছেন রোহিত?

তিনি অধিনায়ক। দলের অন্যতম সেরা ব্যাটার। দক্ষতা নিয়ে কারও সংশয় নেই। ছন্দে থাকলে কী করতে পারেন বছরের পর বছর ধরে ক্রিকেট দুনিয়া দেখেছে। কিন্তু এবারের অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত যা খেলেছেন, তা ভুলে যেতে চাইবেন রোহিত। তিনি প্রথম টেস্ট ম্যাচে খেলেননি। সেই ম্যাচে অনায়াস জয় পেয়েছিল ভারতীয় দল। তারপর থেকেই জয় অধরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচেও জয় পাচ্ছে না ভারত। সোমবার ম্যাচের শেষ দিন সকালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩৪ রানে। নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড চতুর্থ দিন যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা পঞ্চম দিন সকালে মাত্র ১০ বল স্থায়ী হয়। লিয়নকে বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। ৪১ রান করেন লিয়ন। ১৫ রান করে অপরাজিত থাকেন বোল্যান্ড। ফলে ভারতের টার্গেট হয় ৩৪০। একদিনে সেই রান তোলার প্রশ্ন নেই। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে ড্র করাও কঠিন মনে হচ্ছে।

বিরাটের দিকে তাকিয়ে দল

রোহিত ব্যর্থ হওয়ায় ভারতীয় দল এখন ম্যাচ বাঁচানোর জন্য বিরাট কোহলির ব্যাটিংয়ের দিকে তাকিয়ে। যশস্বী জয়সোয়াল, নীতীশ কুমার রেড্ডিও দলের ভরসা। কোনও জুটিকে দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকতে হবে। তাহলেই ম্যাচ ড্র করা সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি কবে? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড, কী করলেন বুমরা?

নাথান লিয়ন-স্কট বোল্যান্ডের প্রতিরোধ, মেলবোর্নে চতুর্থ দিনের শেষে হতাশ ভারত

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা