WTC ফাইনালে জায়গা পাকা দক্ষিণ আফ্রিকার! বেজায় চাপে ভারত, কোন পথে সম্ভাবনা?

Published : Dec 29, 2024, 06:15 PM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

ফলে, অনেকটাই চাপ বেড়ে গেল ভারতের। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে ফেলল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হারিয়ে জায়গা পাকা করে ফেলল তারা।

ফলে, অনেকটাই চাপ বেড়ে গেল ভারতের। লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হওয়ার লড়াইতে রয়েছে এই মুহূর্তে ভারত এবং অস্ট্রেলিয়া দুজনই।

এর আগের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিল ভারত। কিন্তু প্রথমবারের জন্য নিউজ়িল্যান্ড এবং পরেরবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয় তারা। এদিকে তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনেও। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে তাদের। তবে অজিদের কাছেও সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার।

এদিকে মেলবোর্ন টেস্টের পর আরও তিনটি ম্যাচ বাকি থাকবে তাদের সামনে। ভারতের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলবেন প্যাট কামিন্সরা। সেখানে জিতলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের সামনে। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচই জিতে নিল তারা।

এই ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তান ২১১ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২৩৭ রানে। মোট ১৪৮ রানের লক্ষ্যমাত্রা ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। তবে সেই রান তুলতে গিয়ে ৯৯ রানে ৮ উইকেট চলে যায় দক্ষিণ আফ্রিকার। কিন্তু হাল ছাড়েনি তারা। ব্যাটাররা ব্যর্থ হলেও মার্কো জানসেন এবং কাগিসো রাবাডা মিলে দলকে ম্যাচ জিতিয়ে দেন। নবম উইকেটের জুটিতে ৫১ রান তোলেন তারা। মোট ২৬ বলে ৩১ রান করেন রাবাডা এবং জানসেন ২৪ বলে ১৬ রান করেন।

তারা কার্যত অপরাজিত থেকে ম্যাচ জেতান। শেষপর্যন্ত, ২ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত