আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলি কবে? দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে অনেক জটিলতা দেখা গিয়েছে। শেষপর্যন্ত এই টুর্নামেন্ট নিয়ে যাবতীয় জটিলতা দূর হয়েছে। এই টুর্নামেন্টের সূচিও প্রকাশিত হয়েছে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিন করাচির গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ পাকিস্তান। দ্বিতীয় দিন দুবাইয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এরপর ভারতের দ্বিতীয় ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারত-পাকিস্তান ম্যাচও হবে দুবাইয়ে। ২ মার্চ তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ২০১৭ সালে বিরাটের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স হয় ভারতীয় দল। এবার ভালো পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়াই জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজাদের লক্ষ্য।

ভারত ফাইনালে পৌঁছলে ম্যাচ হবে দুবাইয়ে

Latest Videos

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সূচি অনুযায়ী, ৪ মার্চ প্রথম সেমি-ফাইনাল। ভারতীয় দলের কথা মাথায় রেখে এই ম্যাচ রাখা হয়েছে দুবাইয়ে। ফলে ভারত সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করলে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ এবং সেমি-ফাইনালের মাঝে মাত্র একদিন থাকবে। ৫ মার্চ দ্বিতীয় সেমি-ফাইনাল হবে লাহোরে। ৯ মার্চ ফাইনাল। ভারতীয় দল ফাইনালে পৌঁছে গেলে ম্যাচ হবে দুবাইয়ে। না হলে ফাইনাল হবে লাহোরে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ গ্রুপ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফর্ম্যাট অনুযায়ী, ৮টি দলকে ২ গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২ গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলগুলি সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ভারতীয় দল গ্রুপের শীর্ষে থাকবে বলেই আশায় ক্রিকেটপ্রেমীরা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন বছরের শুরুতেই ফের আইসিসি টুর্নামেন্ট জেতার লক্ষ্যে ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দ্বিতীয় ইনিংসে স্যাম কনস্টাসের খেল খতম, বদলা নিয়ে উল্লসিত জসপ্রীত বুমরা, ভাইরাল ভিডিও

টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড, কী করলেন বুমরা?

মেলবোর্নে জয় অধরা থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে ভারত?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
Mamata Banerjee Live: গঙ্গাসাগর থেকে বড় ঘোষণা মমতার, দেখুন সরাসরি
'আয় জিহাদির বাচ্চারা, রাজাকারের নাতিরা, তোদের বাণ্ডিল করব' | Suvendu Adhikari | #shorts | #bjp
ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস HMPV ! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, দেখুন | HMPV India |
Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল