Brian Lara: ক্যারিবিয়ান ক্রিকেটে দুর্দশার জন্য দায়ী আইপিএল? এ কী বললেন ব্রায়ান লারা!

Published : Jul 17, 2025, 11:23 AM IST
Brian Lara

সংক্ষিপ্ত

Brian Lara: অত্যন্ত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

Brian Lara: মাত্র ১৪.৩ ওভারেই শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। নিঃসন্দেহে অত্যন্ত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস (west indies cricket)। 

লজ্জার নজির গড়েছে ক্যারিবিয়ান ক্রিকেট 

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস এবং ব্রায়ান লারাকে। আর এই দুরাবস্থার জন্য প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক ব্রায়ান লারা নাম না করে আইপিএল সহ সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগকেই কাঠগড়ায় তুলেছেন। রীতিমতো দোষারোপ করেছেন এই কিংবদন্তী। অন্যদিকে, কার্ল হুপার আবার ক্যারিবিয়ান বোর্ড কর্তাদের দিকেই আঙুল তুলেছেন (west indies cricket news)।

কী বলছেন ব্রায়ান লারা?

তাঁর কথায়, “আমারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম। এমনকি, কাউন্টি ক্রিকেটে খেলাকেও দারুণ মর্যাদার বলেই মনে করতাম। কিন্তু এখন তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান সময়ের ক্রিকেটাররা নানা ফ্র্যাঞ্চাইজি দলে খেলার পর, দেশে হয়ে মাঠে নামার চেষ্টা করছে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হল মূলত চুক্তি নির্ভর। তাই কেবল ক্রিকেটারদেরকে দোষ দিলেই তো হবে না।” 

প্রথমত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বিপুল পরিমাণ টাকা উপার্জনের একটা সুবিধা রয়েছে। স্বাভাবিকভাবেই, প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চান না অনেক ক্রিকেটারই। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশিরভাগ ক্রিকেটাররাই ফ্র্যাঞ্চাইজি লিগকে ‘ফার্স্ট প্রায়োরিটি’ দিয়ে থাকেন। তাছাড়া গোটা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ হয়। ফলে, অনেক কম ক্রিকেট খেলে বেশি আয়ের সুযোগ থাকে খেলোয়াড়দের সামনে। তবে সব দেশেই যে অবস্থা এতটা শোচনীয়, তা কিন্তু নয়। অনেক দেশের ক্রিকেটাররাই টি-২০, টেস্ট এবং ওয়ান ডে, সমান তালে খেলছেন। 

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আদতে টাকার বড্ড অভাব। তাই সেই দেশের ক্রিকেটাররা অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। তাই অনেকেই বলছেন, এবার ক্যারিবিয়ান বোর্ডের উচিত, সবার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য মোটা অঙ্কের চুক্তির বিষয়টিকে নিশ্চিত করা।

বিস্ফোরক কার্ল হুপার

তিনি বলছেন, “কোনওভাবেই এর দায় এড়াতে পারে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কর্তাদের দায় নিতেই হবে! তাদের কিছু সিদ্ধান্তের জন্যই গোটা দলকে এমন একটি লজ্জাজনক অবস্থার সামনে পড়তে হয়েছে। দলে আসলে প্রচুর রদবদল করা হয়েছে। আমার মনে হয় না যে, এতগুলো পরিবর্তনের কোনও দরকার ছিল।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম