
ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির কয়েকদিন আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর। এবার চোটের তালিকায় রিজার্ভ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকা জয়সওয়ালকে বাদ দেওয়া হয়েছিল যখন বরুণ চক্রবর্তীকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে তাঁকে এরপর রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল।
আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি দলের কোনও ব্যাটসম্যান চোট পেলে, ২৩ বছর বয়সী যশস্বীকে নন-ট্র্যাভেলিং রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল। যশস্বীর পাশাপাশি মুম্বইয়ের শিবম দুবে এবং পেসার মহম্মদ সিরাজকেও ভারত রিজার্ভ খেলোয়াড় হিসেবে রেখে দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে বাদ পড়ার পর যশস্বী জয়সওয়াল রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে মুম্বই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন। জানা যাচ্ছে, অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন যশস্বী। এদিকে আগামীকাল শুরু হতে যাওয়া রঞ্জি সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে তিনি খেলতে পারবেন না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষা-নিরীক্ষার পরেই চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে খবর।
উল্লেখ্য, যশস্বী শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করবেন। আইপিএলে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের ওপেনারও হলেন যশস্বী। যশস্বী না থাকলেও অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই দলে ভারতীয় তারকা শিবম দুবে এবং সূর্যকুমার যাদব সোমবার খেলতে নামবেন।
তাছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে থাকা যশস্বী, বিরাট কোহলির অনুপস্থিতিতে নাগপুরে প্রথম ওয়ানডেতে অভিষেক হলেও ২২ বলে ১৫ রান করে আউট হয়ে যান। বিরাট কোহলি ফিরে আসার পর, শেষ দুটি ওয়ানডে ম্যাচের প্লেয়িং ইলেভেনে যশস্বী খেলার সুযোগ পাননি। আর তারপরই বরুণ চক্রবর্তীর বদলে যশস্বীকে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল থেকে বাদ দেওয়া হয়। গত অস্ট্রেলিয়া সফরে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।