'চ্যাম্পিয়ন' দলের প্রস্তুতি শুরু, সোমবার পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ

Published : Feb 16, 2025, 11:31 AM ISTUpdated : Feb 16, 2025, 11:41 AM IST
All the Bangladesh cricketer raise their helping hand to fight against Coronavirus

সংক্ষিপ্ত

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন, তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন। ফলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

বৃহস্পতিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতীয় দল দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ খেলে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিলেও, বাংলাদেশের ক্রিকেটাররা সম্প্রতি ওডিআই ম্যাচ খেলেননি। এই কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে বাংলাদেশের প্রস্তুতি যথাযথ নয় বলে মনে করছে ক্রিকেট মহল। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসী। তিনি জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাচ্ছেন। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। এই প্রস্তুতি ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নামছেন শান্তরা।

দুবাইয়ে বাংলাদেশ-পাকিস্তান শাহিনস ম্যাচ

সোমবার দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচ খেলে নিজেদের শক্তি-দুর্বলতা বুঝে নিতে চাইছেন শান্তরা। বাংলাদেশের ক্রিকেট মহল পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ম্যাচের দিকে তাকিয়ে। দুবাইয়ে পৌঁছনোর পর একদিন বিশ্রাম নেওয়ার পর আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলনের পর পেসার তানজিম হাসান সাকিব বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। আমাদের চেষ্টা থাকবে যাতে উইকেট সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করে নেওয়া যায়। কোন ধরনের বল এখানে ভালো কাজ করে, কোন লেংথে বোলিং করলে ব্যাটারদের সমস্যা হয়, সেটা বোঝার চেষ্টা করব।’

২ মাস ওডিআই ম্যাচ খেলেনি বাংলাদেশ

বাংলাদেশ দল শেষ ওডিআই ম্যাচ খেলেছে গত ১২ ডিসেম্বর। তারপর দু'মাস কেটে গিয়েছে। এই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন তানজিমরা। তাঁরা বেশ কিছুদিন ওডিআই ম্যাচ না খেললেও, সীমিত টি-২০ ফর্ম্যাটের ক্রিকেট খেলেছেন। ফলে সমস্যা হবে না বলেই মনে করছেন তানজিম। এই পেসার বলেছেন, ‘প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে। জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব বিভাগেই অনুশীলন করেছি। খুব ভালো লাগছে। কেমন অনুভূত হচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে আজকের অনুশীলনের পর অনুভূতি খুব ভালো।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে বাংলাদেশ, ভারতের মুখোমুখি হওয়ার আগেই হুঙ্কার শান্তর

'চোর-ভিখারিদের প্রবেশ নিষেধ,' চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না আমিরশাহি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফর্মে ফিরতে পারবেন এই ব্যাটাররা? আশা ভারতীয় তারকাকে নিয়েও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড