পিসিবি-র প্রস্তাব খারিজ আইসিসি-র, পাক-অধিকৃত কাশ্মীরে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন

পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন নিয়ে জটিলতা অব্যাহত। ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। ফলে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

পিসিবি-র পরিকল্পনা বাতিল করে পাক-অধিকৃত কাশ্মীরের স্কার্দু, মুরি, মুজফফরাবাদে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন হবে না বলে সাফ জানিয়ে দিল আইসিসি। এমনিতেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে দল পাঠানো হবে না। এর মধ্যে পাক-অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের ব্যবস্থা করে ভারতের ক্ষোভ বাড়াতে নারাজ আইসিসি। ক্রিকেট দুনিয়ায় বাণিজ্যিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী বোর্ড হল বিসিসিআই। এই কারণেই বিসিসিআই-এর আপত্তি অগ্রাহ্য করা আইসিসি-র পক্ষে সম্ভব নয়। পাক-অধিকৃত কাশ্মীরে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের প্রস্তাবের কথা জানতে পেরেই আপত্তি জানায় বিসিসিআই। সেই আপত্তির কারণেই পরিকল্পনায় বদল আনার কথা জানিয়ে দিল আইসিসি। পাক-অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে অন্য শহরগুলিতে সাধারণ মানুষের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শন করা হবে।

শনিবার শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর

Latest Videos

পিসিবি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর হবে। এই টুর্নামেন্ট ঘিরে যাতে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা-আকর্ষণ বাড়ানো যায়, তার জন্যই ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পাক-অধিকৃত কাশ্মীরে যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি কোনওভাবেই বিতর্কিত অঞ্চলে ট্রফি প্রদর্শন করে ভারতের বিরাগভাজন হতে চাইছে না। এই কারণেই পিসিবি-র পরিকল্পনা কার্যকর হচ্ছে না।

পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ এই টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হওয়ার কথা। ভারতের ম্যাচগুলি লাহোরে হবে বলে জানিয়েছে পিসিবি। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে আইসিসি-কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে দল পাঠানো হচ্ছে না। ফলে পাকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের

হাইব্রিড মডেলে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫? ভারতের ম্যাচ সরে যাবে দুবাইয়ে?

'ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব নয়', সাফ বার্তা ইসিবি-র, কপাল পুড়ছে পাকিস্তানের?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today