সংক্ষিপ্ত
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কি ভারতীয় দলকে ছাড়াই হবে? নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপর চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ভর করছে।
চলতি সপ্তাহের শুরুতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে আইসিসি-কে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। ফলে এই টুর্নামেন্ট পাকিস্তানেই হবে না হাইব্রিড মডেলে হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। পাকিস্তান থেকে অন্য কোনও দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া হবে কি না, সেটাও বোঝা যাচ্ছে না। এই কারণেই এখনও সূচি প্রকাশ করা হয়নি। তবে আইসিসি-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের সম্প্রচারকারীরা অবিলম্বে সূচি প্রকাশ করার জন্য আইসিসি-র উপর চাপ দিচ্ছে। সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত সম্প্রচারকারীরা প্রচার শুরু করতে পারছে না। এই কারণেই তারা আইসিসি-র উপর চাপ তৈরি করছে।
ভারতীয় দলকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
যে কোনও বহুদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে ক্রিকেট মহল। পাকিস্তানে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ হয়, তাহলে ভারতীয় দলকে ছাড়াই এই টুর্নামেন্ট আয়োজন করতে হবে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। আইসিসি ও সম্প্রচারকারীরা সেটা কখনও চাইবে না। ফলে ভারতীয় দল যাতে এই টুর্নামেন্টে যোগ দিতে পারে, সেই ব্যবস্থা করতে পারে আইসিসি।
ভারতের দাবি মানবে আইসিসি?
ভারতীয় দল যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ না দেয়, তাহলে ক্রিকেট-বাণিজ্য বড় ধাক্কা খাবে। টেলিভিশন ও ডিজিট্যাল মিডিয়ায় সম্প্রচার যেমন ধাক্কা খাবে, তেমনই স্পনসরশিপের ক্ষেত্রেও বড় ধাক্কা খেতে পারে আইসিসি। ফলে বাণিজ্যিক কারণে বিসিসিআই-এর সব দাবি মেনে নিতে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক জোর নেই। সেখানেই টেক্কা দিতে পারে বিসিসিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পাকিস্তানেই কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অবিলম্বে সূচি প্রকাশের দাবি সম্প্রচারকারীদের
হাতে ৫১ কোটি টাকা, আইপিএল নিলামে কাদের দলে নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর?
'অস্ট্রেলিয়া সফরের পর উন্নত ক্রিকেটার হয়ে দেশে ফিরবে,' তরুণদের বার্তা বিরাট, বুমরা, অশ্বিনের