
Cricket Match Fixing: ভারতীয় ক্রিকেটে ফের একবার ম্যাচ গড়াপেটা (Match Fixing)? এবার বুকিদের নজরে উত্তরপ্রদেশের টি-২০ ক্রিকেট লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগের অভিযোগের ভিত্তিতে এবার দায়ের করা হয়েছে এফআইআর। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে নেমেছে লখনউ পুলিশ (up t20 league 2025 schedule)।
উত্তরপ্রদেশের টি-২০ ক্রিকেট লিগের দল ‘কাশী রুদ্র'-র ম্যানেজার অর্জুন চৌহান অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু সন্দেহজনক মেসেজ পেয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘ভিপস নাকরানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে মেসেজ করে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। সবথেকে বড় বিষয়, মেসেজ যিনি পাঠিয়েছেন, তিনি আবার নিজের পরিচয় দিয়েছেন একজন বড় বুকি হিসেবে (match fixing in cricket)।
জানা যাচ্ছে, ম্যাচের ফলাফলকে প্রভাবিত করার জন্য ১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। সেইসঙ্গে, চৌহানকে আবার ৫০ লক্ষ টাকা কমিশন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। জানা গেছে, সেই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই অর্জুন চৌহান বিষয়টি বিসিসিআই-এর দুর্নীতি দমন বিভাগকে জানান।
এরপর বোর্ড কর্তাদের অভিযোগের ভিত্তিতে গত ৩১ অগাস্ট, এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। চৌহান জানিয়েছেন, তাঁকে নাকি এও বলা হয়েছে যে, শুধু হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
তাঁর সুবিধা মতো ডলার বা নগদে কমিশন দেওয়া হবে বলে জানায় সেই বুকি। ক্রিকেটাররা তাঁর নির্দেশ মতো ম্যাচ খেললেই তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়ার আশ্বাসও নাকি দিয়েছেন সন্দেহভাজন ঐ ব্যক্তি।
জানা যাচ্ছে, বিসিসিআই-এর দুর্নীতি দমন বিভাগের পরামর্শমতো তিনি সেই সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কিছু সময় পর্যন্ত যোগাযোগ রাখেন। এবার সেই ব্যক্তির সঙ্গে চৌহানের সব ফোন কল এবং মেসেজ রেকর্ড করা হয়েছে বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে।
তারপর সেই নথি তদন্তকারীদের পাঠিয়ে দিয়েছেন বিসিসিআই-এর আধিকারিকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।