সঙ্গী গম্ভীর, এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছে গেলেন সূর্যকুমার-হার্দিকরা

Published : Sep 05, 2025, 02:56 PM ISTUpdated : Sep 05, 2025, 03:07 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Asia Cup 2025: আগামী সপ্তাহে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ভারতীয় দল চ্যাম্পিয়ন হিসেবেই এই টুর্নামেন্ট খেলতে নামছে। ফের এই টুর্নামেন্ট জেতাই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) লক্ষ্য।

DID YOU KNOW ?
এশিয়া কাপে সফল ভারত
এশিয়া কাপে সফলতম দল ভারত। এখনও পর্যন্ত ৮ বার এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল।

Indian Cricket Team: এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে দুবাইয়ে (Dubai) পৌঁছে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁরা মুম্বই বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) থেকে দুবাইয়ের উড়ান ধরেন। কালো টি-শার্ট ও নীল রঙের জিন্স পরে দুবাই পৌঁছন গম্ভীর। তিনি দুবাই বিমানবন্দরে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ছবিও তোলেন। সূর্যকুমার, হার্দিককে ঘিরেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়। সবাই ফের চ্যাম্পিয়ন হওয়ার আবদার জানান। এশিয়া কাপে সফলতম দল ভারত। ১৯৮৪ সাল থেকে যতবার এই টুর্নামেন্ট হয়েছে, বেশিরভাগ সময়ই ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। এই কারণে ক্রিকেটপ্রেমীদের আশা, ফের খেতাব জিতবে ভারত।

আলাদাভাবে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটাররা

অতীতে দেখা যেত বিদেশ সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা দিল্লি (Delhi), মুম্বই বা চেন্নাইয়ে (Chennai) একত্রিত হয়ে সেখান থেকে উড়ান ধরতেন। কিন্তু এবার সেই নিয়মে বদল এনেছে বিসিসিআই (BCCI)। ক্রিকেটাররা যে যার নিজের শহর থেকেই দুবাইয়ের উড়ান ধরেছেন। গম্ভীর, সূর্যকুমার ও হার্দিক একসঙ্গে দুবাই পৌঁছলেও, বাকিরা আলাদাভাবে গিয়েছেন। রিঙ্কু সিং (Rinku Singh), অভিষেক শর্মা (Abhishek Sharma), হর্ষিত রানা (Harshit Rana) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) একসঙ্গে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। ভারতীয় দলের সাপোর্ট স্টাফরাও দুবাই পৌঁছে গিয়েছেন।

বুধবার প্রথম ম্যাচ ভারতের

আগামী মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়া কাপ। বুধবার প্রথম ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির ((United Arab Emirates) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ১৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচই এবারের এশিয়া কাপের মূল আকর্ষণ। গত কয়েক বছরে বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তানের পুরুষ দলের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। এবার এশিয়া কাপেও সেই সাফল্য ধরে রাখাই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫
গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারও এশিয়া কাপ জয়ের লক্ষ্যে দুবাইয়ে পৌঁছে গেল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?