Mohammed Siraj: নতুন নজির সিরাজের, পরপর ৪ বলে উইকেট নিয়েছেন এই বোলাররা

রবিবার এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ ওভারে ৪ উইকেট নিয়েছেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েছেন সিরাজ। তবে তিনি হ্যাটট্রিক করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বোলার পরপর ৪ বলে ৪ উইকেট নিয়েছেন।

Soumya Gangully | Published : Sep 18, 2023 12:24 PM IST
110
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশন মহম্মদ সিরাজের

রবিবার এশিয়া কাপ ফাইনালে মহম্মদ সিরাজ যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটা ওডিআই ফর্ম্যাটের ইতিহাসে অন্যতম সেরা। 

210
এশিয়া কাপ ফাইনালে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স মহম্মদ সিরাজের

মহম্মদ সিরাজের আগে কোনও ভারতীয় বোলার এশিয়া কাপ ফাইনালে ৬ উইকেট নেওয়ার নজির গড়তে পারেননি।

310
রবিবার ১৬ বলে ৫ উইকেট নিয়ে ওডিআই ক্রিকেটে নতুন নজির গড়েছেন মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাসের রেকর্ড স্পর্শ করেছেন মহম্মদ সিরাজ। এই ২ বোলারই ওডিআই ম্যাচে দ্রুততম ৫ উইকেট নিয়েছেন।

410
ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বল করে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস ৮৪৭ বল করে ওডিআই ফর্ম্যাটে ৫০ উইকেট নেন। ১০০২ বল করে ৫০ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

510
আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪ বলে ৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা

২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ৪ বলে শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক কালিস ও মাখায়া এনটিনিকে আউট করেন শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গা।

610
আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪ বলে উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও

ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে পরপর ৪ বলে যুবরাজ সিং, কেদার যাদব, নমন ওঝা ও ইউসুফ পাঠানকে আউট করে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

710
লিস্ট এ টি-২০ ম্যাচে পরপর ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের আল-আমিম হোসেন

বাংলাদেশের ঘরোয়া টি-২০ ম্যাচে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনী লিমিটেডের বিরুদ্ধে পরপর ৪ বলে ৪ উইকেট নেন আল-আমিম হোসেন। 

810
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে পরপর ৪ বলে উইকেট নিয়েছেন গ্যারি বুচার

ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার মার্ক বুচারের ভাই গ্যারি কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ডার্বিশায়ারের বিরুদ্ধে পরপর ৪ বলে উইকেট নেন। 

910
১৯৯৬ সালে ভারতের বিরুদ্ধে পরপর ৪ বলে উইকেট নেন হ্যাম্পশায়ারের কেভান জেমস

১৯৯৬ সালে ভারতের বিরুদ্ধে পরপর ৪ বলে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সঞ্জয় মঞ্জরেকর ও বিক্রম রাঠোরের উইকেট নেন হ্যাম্পশায়ারের কেভান জেমস।

1010
কাউন্টি চ্য়াম্পিয়নশিপে একাধিকবার পরপর ৪ বলে ৪ উইকেট নিয়েছেন বোলাররা

২০১৪ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের বিরুদ্ধে সমারসেটের হয়ে পরপর ৪ বলে উইকেট নেন আলফন্সো টমাস।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos