Cricket Scam: 'কলা দুর্নীতি'-তে বিদ্ধ উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ড, নোটিশ পাঠাল হাইকোর্ট

Published : Sep 10, 2025, 04:14 PM ISTUpdated : Sep 10, 2025, 05:06 PM IST
Cricket Scam: 'কলা দুর্নীতি'-তে বিদ্ধ উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ড, নোটিশ পাঠাল হাইকোর্ট

সংক্ষিপ্ত

Cricket Scam: উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট বোর্ডে নাকি ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। সেইজন্যই এবার বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে হাইকোর্ট। 

Cricket Scam: ক্রিকেট মাঠে ফিক্সিং বা বেটিং দুর্নীতির কথা অনেক সময় শোনা গেছে (uttarakhand cricket association members)। কিন্তু কলা খাওয়া নিয়ে দুর্নীতি বোধহয় এই প্রথম। আর সেই কারণেই, ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-কে এবার নোটিশ পাঠাল উত্তরাখণ্ড হাইকোর্ট (uttarakhand cricket association)। 

প্রকাশ্যে এসেছে আরও একাধিক আর্থিক দুর্নীতি

উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট বোর্ডে নাকি ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। সেইজন্যই এবার বোর্ডের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে হাইকোর্ট। জানা যাচ্ছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থা নাকি ৩৫ লক্ষ টাকা খরচ করেছে। সেইসঙ্গে, প্রকাশ্যে এসেছে আরও একাধিক আর্থিক দুর্নীতি।

দেহরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত সহ আরও অনেকে মিলে একটি মামলা দায়ের করেন। সেই দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। এদিন বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসেব পেশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। এটা কি কোনওভাবে সম্ভব?

কিন্তু ক্রিকেটাররা কিছুই পাননি

শুধু তাই নয়, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য খরচ করা হয়েছে ৬.৪ কোটি! সেইসঙ্গে, প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ নাকি ২৬.৩ কোটি টাকা। যা আবার গতবারের তুলনায় চার কোটি বেশি। মামলাকারীদের কথায়, এইসব খাতে দেখানো হয়েছে প্রচুর খরচ। কিন্তু ক্রিকেটাররা কিছুই পাননি। এমনকি, রাজ্য ক্রিকেট সংস্থা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই পূরণ করা হয়নি বলে অভিযোগ উঠছে।

এমনকি, উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। উত্তরাখণ্ড সংস্থার প্রাক্তন সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি একটি মামলা দায়ের করে জানিয়েছেন, মাত্র একটি সংস্থাকেই টেন্ডার দেওয়া হয়েছে। আর কোনও সংস্থাকে আলোচনার মধ্যেই নাকি আনা হয়নি বলে অভিযোগ। 

ভান্ডারি আরও বলেন, উত্তরাখন্ড ক্রিকেট সংস্থাকে প্রতি বছর টাকা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই সেই টাকা এইভাবে নয়ছয় করতে দেওয়া যায় না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা