
Anaya Bangar: লিঙ্গ পরিবর্তনের পরেই পরিচিতদের মনোভাব বদলে গিয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই অন্য চোখে দেখা শুরু করেছে। অনেকে হেনস্থা করছে, কুপ্রস্তাবও দিচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার এবং প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) সন্তান আনায়া বাঙ্গার (Anaya Bangar)। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি লিঙ্গ পরিবর্তনের পর কয়েকজনের কাছ থেকে সাহায্য পেয়েছি। আবার অনেকে হেনস্থাও করেছে। কয়েকজন ক্রিকেটার আমাকে ক্রমাগত নগ্ন ছবি পাঠাত। আমি কয়েকজন ক্রিকেটারের সঙ্গে খেলেছি যারা এখন বিখ্যাত হয়ে উঠেছে। তারা হল মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়াল। আমি কারও কাছে নিজের পরিচয় দিতাম না। কারণ, আমার বাবা বিখ্যাত ব্যক্তি। তা সত্ত্বেও আমাকে হেনস্থার শিকার হতে হয়েছে।’
ক্রিকেট মহলের প্রতি ক্ষোভ আনায়ার
ক্রিকেট মহলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আনায়া বলেছেন, ‘ক্রিকেট দুনিয়ায় পুরুষতন্ত্র জাঁকিয়ে বসে আছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভোগে। একজন ব্যক্তি সবার সামনে গালিগালাজ করতেন। সেই তিনিই আমার পাশে এসে বসতেন এবং আমার ছবি চাইতেন। একবার আমি ভারতে থাকাকালীন এক পুরনো ক্রিকেটারকে আমার অবস্থার কথা জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমার গাড়িতে উঠে এসো। আমি তোমার সঙ্গে শুতে চাই।’
বিখ্যাত ক্রিকেটারের সন্তান হয়েও হেনস্থার শিকার!
ভারতীয় ক্রিকেট মহলে সঞ্জয় বাঙ্গার যথেষ্ট পরিচিত ব্যক্তি। কিন্তু তাঁর সন্তানই হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর এই অভিযোগ অত্যন্ত গুরুতর। কারও নাম করেননি আনায়া। কিন্তু তিনি যে ঘটনাগুলির কথা জানিয়েছেন, সেগুলি অত্যন্ত অস্বস্তিকর। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারদের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন আনায়া। তাঁর সতীর্থরাও হেনস্থা করেছেন বলে অভিযোগ। ক্রিকেট মহলে এই মানসিকতা বজায় থাকলে ভবিষ্যতে অন্য কেউ একইরকম হেনস্থার শিকার হতে পারেন। এই কারণেই ক্রিকেট মহলের মানসিকতা বদলের কথা বলছেন আনায়া। তিনি উন্নত মানসিকতা গড়ে তোলার কথা বলছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।