Ishan Kishan: পুরনো দলের বিরুদ্ধেও ব্যর্থ, সানরাইজার্স হায়দরাবাদের খলনায়ক ঈশান কিষান

Published : Apr 18, 2025, 03:25 PM ISTUpdated : Apr 18, 2025, 03:35 PM IST
Ishan Kishan: পুরনো দলের বিরুদ্ধেও ব্যর্থ, সানরাইজার্স হায়দরাবাদের খলনায়ক ঈশান কিষান

সংক্ষিপ্ত

IPL 2025 MI vs SRH: চলতি আইপিএল-এর শুরুটা ভালোভাবে করলেও, পিছিয়ে পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। 

IPL 2025, Ishan Kishan: গত আইপিএল-এর (IPL 2024) এ রানার্স হওয়া সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) এবার ভালো জায়গায় নেই। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন দল চলতি আইপিএল-এ (IPL 2025) এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে এবং পাঁচ ম্যাচে হেরে গিয়েছে। এই পরিস্থিতিতে হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কমছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। এই হারের পিছনে কি একজন খেলোয়াড়ই দায়ী? সবার মনে প্রশ্ন উঠছে, যাঁর উপর ফ্র্যাঞ্চাইজি কোটি কোটি টাকা বাজি ধরেছিল, তিনি কি দলের ক্ষতি করলেন? এই খেলোয়াড় হলেন ঈশান কিষান (Ishan Kishan)। তিনি এবারের আইপিএল-এর শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন। প্রথম ম্যাচেই শতরান করে সমালোচকদের জবাব দিয়েছিলেন। কিন্তু, তারপর তাঁর ব্যাটে আর রান নেই। টানা ব্যর্থ হচ্ছেন। নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধেও মাত্র ২ রান করে আউট হয়ে যান ঈশান। তিনি পুরনো দলকে জবাব দিতে পারলেন না। তাঁর বর্তমান দলও এই ম্যাচে হেরে গেল।

কেন বারবার ব্যর্থ ঈশান?

বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদের ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রেভিস হেড (Travis Head) ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অভিষেক দ্রুত রান করলেও, হেড মন্থর ব্যাটিং করছিলেন। পাওয়ার প্লে-তে হায়দরাবাদের দুই ওপেনার মাত্র ৪৬ রান করেন। ইনিংসের অষ্টম ওভারে অভিষেক আউট হন। তিনি আউট হওয়ার ঈশান মাঠে নামেন। তিনি এবারও বড় রান পেলেন না। তিন বল খেলে মাত্র দুই রান করেই ফিরে যান।

ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদা দিতে ব্যর্থ ঈশান

এবারের আইপিএল-এর মেগা নিলামে ঈশানকে ৬ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত এই ব্যাটার সাত ম্যাচে মাত্র ১৩৮ রান করতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে তিনি ০ রানেই আউট হয়ে যান। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ভালো শুরু করেছিলেন। কিন্তু ১৭ রান করে আউট হয়ে যান। তারপর পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৯ রান করেন। এরপর মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে মাত্র ২ রান করলেন। দল যাঁর উপর নির্ভর করে আছে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় সমস্যা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড