KL Rahul Birthday: এ কী করলেন রাহুল? তাঁর সঙ্গে কথাই বলা বন্ধ করে দিলেন মা! জন্মদিনে অজানা লোকেশ

Published : Apr 18, 2025, 04:16 PM ISTUpdated : Apr 18, 2025, 05:40 PM IST
KL RAHUL

সংক্ষিপ্ত

KL Rahul Birthday: তিনি এখন চূড়ান্ত ব্যস্ত। এই মুহূর্তে আইপিএল (IPL 2025) দিল্লীর হয়ে খেলছেন কেএল রাহুল (KL Rahul)।

KL Rahul Birthday: দিল্লী ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে বিরাট অর্থের বিনিময়ে দলে নিয়েছে মেগা নিলাম থেকে। আর চলতি মরশুমে খুব একটা খারাপ খেলছেন না রাহুল। নতুন মরশুমে নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে বেশ ভালোই ক্রিকেট উপহার দিচ্ছেন কেএল রাহুল। আর সঙ্গে নিজের পুরনো দলকে জবাবও দিয়ে চলেছেন।

কয়েকদিন আগে ঘরে এসেছে সন্তান। আর ১৮ এপ্রিল, তাঁর জন্মদিন। এদিন তাই সবকিছুর মাঝেই রাহুলের (KL Rahul) জীবনের অন্যতম একটি বড় সত্যি সামনে চলে এসেছে। কেএল রাহুলের সঙ্গে নাকি তাঁর মা একসময় কথা বলাই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল যে, কেন?

 

 

চলতি ২০২৫ সালের ১৮ এপ্রিল, ৩৩ বছর বয়সে পা রাখলেন কেএল রাহুল। তবে এই ঘটনাটি ঘটেছিল, যখন রাহুলের বয়স মাত্র ১৬ বছর। ঠিক কী হয়েছিল (KL Rahul Birthday)?

ছোট থেকেই কেএল রাহুল খেলাধূলোকে ভীষণ ভালোবাসতেন। তবে রাহুলের বাবা কেএন লোকেশ এবং মা রাজেশ্বরী দু'জনেই আবার শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু রাহুলের বাবা আবার ছিলেন সুনীল গাভাসকারের বিশাল ভক্ত। তাই ছেলের খেলার বিষয়ে তাদের কোনও আপত্তি ছিল না। কিন্তু একটা শর্ত ছিল।

বাবা কেএন লোকেশ রাহুলকে বলেছিলেন যে, খেলাধূলো (Sports) যেন তাঁর পড়াশোনার উপর কোনও প্রভাব না ফেলে। যদি পড়াশোনার গ্রাফ পড়ে যায়, তাহলে তখনই খেলা বন্ধ করে দিতে হবে। কেএল রাহুল অবশ্য তাঁর বাবা-মায়ের দেওয়া সেই শর্ত মেনে নিয়েছিলেন।

তবে ক্রিকেটার কেএল রাহুল আবার ডেভিড বেকহ্যামের বিশাল ভক্ত। তাই মাত্র ১৬ বছর বয়স থেকেই তিনি ট্যাটু করা শুরু করেন। বাড়িতে কাউকে না জানিয়েই তাঁর প্রথম ট্যাটুটি করিয়েছিলেন। সেটাও সেই বেকহ্যামকে নিয়েই। আর তাঁর মা যখন তা কথা জানতে পারেন, তিনি তো মারাত্মক রেগে গেছিলেন সেই সময়। আর সেই রাগ থেকেই কিছুদিনের জন্য তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

সেই কথা জানিয়েছেন কেএল রাহুল নিজেই। তিনি বলেন, “যখন আমার ১৬ বছর বয়স, তখন সবে বোর্ডের পরীক্ষা দিয়েছি। সেই সময় আমি বেঙ্গালুরুতে এসেছিলাম। আমাদের একটা জোনাল ক্যাম্প চলছিল, সঙ্গে ছিল কিছু ম্যাচও। প্রায় ২-৩ ছিলাম। পরে যখন আমি বাড়ি ফিরলাম, ঠিক তার আগেই পিঠে একটা বড় ট্যাটু করিয়েছিলাম। আর মা আমাকে জড়িয়ে ধরার সময়, আমার একটু যন্ত্রণা হয়। কারণ, তখনও সেটার ব্যথা ছিল।

রাহুল আরও যোগ করেন, “মা জিজ্ঞেস করে যে, কী হয়েছে? আমি বললাম, আমি একটা ট্যাটু করিয়েছি। তখন তো ট্যাটু ফুলে লাল হয়ে গেছিল। সেটা দেখে মা বলে, এসব কী? তুমি বাচ্চা নাকি? আমি বলেছিলাম, এটা পার্মানেন্ট ট্যাটু মা। কিন্তু মা সে কথা কিছুতেই বুঝতে পারছিল না। আমাকে বলেছিল, এটা বোকা বোকা বাচ্চাদের মতো, যাও গিয়ে পরিষ্কার করে এসো।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম