CSK vs GT Live Updates: গ্রুপ পর্যায়ে নেহাত নিয়মরক্ষার ম্যাচ হলেও, উত্তেজনা ছিল চরমে (csk vs gt)। রবিবার দুপুরে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম গুজরত টাইটান্স (Chennai Super Kings vs Gujarat Titans)।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিএসকে। আর ব্যাটিং করতে নেমেই শুরু থেকে চালাতে শুরু করেন চেন্নাইয়ের ব্যাটাররা। ওপেনার আয়ুষ মাথরে করেন ৩৪ রান এবং ডেভন কনওয়ের সংগ্রহে ৩ বলে ৫২ রান (chennai super kings vs gujarat titans match scorecard)।
মিডল অর্ডারে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উর্ভিল প্যাটেল। তাঁর ঝুলিতে ১৯ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। অন্যদিকে, শিবম দুবে করেন ১৭ করেন (chennai super kings vs gujarat titans)। কিন্তু শেষদিকে নেমে ডেওয়াল্ড ব্রেভিস কার্যত, ২২ গজে তাণ্ডব শুরু করেন। তাঁর ২৩ বলে ৫৭ রানের ইনিংস রীতিমতো তাৎপর্যপূর্ণ। এছাড়া ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। সবমিলিয়ে, রানের পাহাড় খাড়া করে চেন্নাই (gt vs csk live)।
গুজরাতের হয়ে ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণ। ১টি করে উইকেটে পেয়েছেন সাই কিশোর, রশিদ খান এবং শাহরুখ খান।
জবাবে ব্যাট করতে নেমে, এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল টাইটান্সদের ব্যাটিং লাইন-আপ। তার মধ্যে আবার এই বিপুল রানের লক্ষ্যমাত্রা। তবে কিছুটা লড়াই করেন ওপেনার সাই সূদর্শন। তাঁর সংগ্রহে ৪১ রান। তবে অধিনায়ক গিল প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১৩ রানে। মিডল অর্ডারে জস বাটলারও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি করেন মাত্র ৫ রান।
অন্যদিকে, শেরফানে রাদারফোর্ড তো খালি হাতেই ফিরে যান। শাহরুখ খানের ঝুলিতে ১৯ রান, রশিদ খান করেন ১২ এবং জেরাল্ড কোয়েটজির ঝুলিতে মাত্র ৫ রান। ওদিকে আরশাদ খান করেন মাত্র ২০। শেষপর্যন্ত, মাত্র ১৮.৩ ওভারে ১৪৭ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস।