CSK vs RCB Live Updates: ব্যাটিং থেকে বোলিং! দুরন্ত বিরাটরা, চেন্নাইকে হারিয়ে জয় তুলে নিল বেঙ্গালুরু

সংক্ষিপ্ত

CSK vs RCB Live Updates: ঘরের মাঠে পরাজিত হল চেন্নাই সুপের কিংস (CSK)।  

CSK vs RCB Live Updates: লতি মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল-এর (IPL 2025 Schedule) মঞ্চে শুক্রবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Chennai Super Kings vs Royal Challengers Bangalore)। সেই হাইভোল্টেজ ম্যাচেই জয় ছিনিয়ে নিলেন বিরাটরা।

Latest Videos

সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৯৬ তোলে আরসিবি (RCB)। শুক্রবার, টসে জিতে প্রথমে বোলিং নেয় চেন্নাই। তবে এদিন ব্যাট করতে নেমেই দাপট দেখাতে শুরু করেন বেঙ্গালুরুর ওপেনাররা। ফিল সল্টও (Phil Salt) করেন ১৬ বলে ৩২ রান। ওদিকে বিরাট কোহলির (Virat Kohli) সংগ্রহে ৩১ রান। এদিন অবশ্য তিনি একটু ধরে খেলার চেষ্টা করেন।

 

 

অন্যদিকে, দেবদূত পাডিক্কালের ঝুলিতে ১৪ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেইসঙ্গে, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের কথা বলতেই হয়। ৩২ বলের ৫১ রানের অনবদ্য ইনিংস উপহার দিলেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন করলেন ১০ রান, জীতেশ শর্মার ঝুলিতে ১২ রান এবং টিম ডেভিডের সংগ্রহে ৮ বলে ২২ রান (CSK vs RCB 2025)। শেষদিকে নেমে চালাতে থাকেন তিনি।

বলা চলে, গোটা দলের অসাধারণ পারফরম্যান্স। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৯৬ তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরদিকে চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট পেয়েছেন নূর আহমেদ এবং ২টি উইকেট পেয়েছেন মাথিশা পাথিরানা। এছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন খলিল আহমেদ এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে চেন্নাই। রাচিন রবীন্দ্র একাই লড়াই করলেন, সংগ্রহে ৪১ রান। কিন্তু তিনি আউট হওয়ার পর থেকে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সিএসকে-র ব্যাটিং লাইন-আপ (CSK vs RCB Live score)।

রাহুল ত্রিপাঠী ফিরে গেলেন মাত্র ৫ রানে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় খালি হাতে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগালেন। দীপক হুডা ৪ রান, স্যাম কুরান ৮ এবং শিবম দুবে ১৯ রান করলেন। কিছুটা লড়াই করলেন জাদেজা, ১৯ বলে ২৫ রান। তবে এদিন বল হাতে একদমই ভালো কিছু করতে পারেননি তিনি। অশ্বিন ১১ এবং শেষদিকে নেমে ধোনি কিছুটা লড়াই করলেন, তাঁর ঝুলিতে ১৬ বলে ৩০ রান। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে শেষ হল চেন্নাইয়ের ইনিংস (CSK vs RCB 2025)। 

বেঙ্গালুরু জয়ী ৫০ রানে এবগ ম্যাচের সেরা রজত পাতিদার (Rajat Patidar)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও