CSK vs RCB Probable First XI: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি চেন্নাই বনাম বেঙ্গালুরু (CSK vs RCB)।
CSK vs RCB Probable First XI: চলতি মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল-এর (IPL 2025 Schedule) মঞ্চে শুক্রবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Chennai Super Kings vs Royal Challengers Bangalore)। কার্যত, হাইভোল্টেজ ম্যাচ। সেইসঙ্গে, ধোনি বনাম কোহলি দ্বৈরথ।
আর দুই দলই কিন্তু নিজেদের প্রথম ম্যাচে জিতে খেলতে নামছে। গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৭ উইকেটে জয় পায় আরসিবি (RCB)। সেই ম্যাচে কার্যত, জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli), খেলেন ৩৬ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস (CSK vs RCB Match) ।
তবে তিনি একা নন। ফিল সল্টও (Phil Salt) কিছু কম যাননি। তাঁর সংগ্রহে ৩১ বলে ৫৬ রান। ফলে, এই দুই ব্যাটার চূড়ান্ত ফর্মে রয়েছেন। যা চেন্নাই ম্যাচে নামার আগে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে (CSK vs RCB Dream 11 prediction)।
অন্যদিকে, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়া, জশ হ্যাজেলউড, জীতেশ শর্মা, যশ দয়াল এবং টিম ডেভিডের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের (CSK vs RCB 2025)।
ওদিকে আবার চেন্নাই, গত ম্যাচে মুম্বইকে হারিয়ে এই ম্যাচ খেলতে নামছে। সেই ম্যাচে সিএসকে (CSK) ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) অসাধারণ একটি ইনিংস উপহার দেন। করেন ৪৫ বলে ৬৫ রান এবং অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ঝুলিতে ২৬ বলে ৫৩ রান।
ফলে, এই দুই তারকার দিকে তো অবশ্যই নজর থাকবে। তবে শিবম দুবে, স্যাম কুরান, রাহুল ত্রিপাঠী এবং দীপক হুডার দিকেও চোখ থাকবে সবার। তাছাড়া বল হাতে বেশ ভালো পারফর্ম করেন নূর আহমেদ এবং খলিল আহমেদ। স্বাভাবিকভাবেই, এইরকম হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইয়ের অন্যতম ভরসা কিন্তু তারাই।
আর এই দলে এমন একজন আছেন, যিনি রোজই প্রমাণ করে চলেছেন যে, বয়স শুধুমাত্র একটি সংখ্যামাত্র। সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), যিনি গত ম্যাচে চোখের নিমেষে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক সূর্যকুমার যাদবকে ষ্টাম্প আউট করে প্যাভিলিয়নে ফেরৎ পাঠিয়ে দিয়েছিলেন। ফলে, এহেন একজন তারকা যে দলে থাকেন, সেই দল এমনিতেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিপক্ষের জন্য।
তবে যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, তাই একটু হলেও বেশি সমর্থন পাবেন এমএস ধোনিরা।
দুই দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (CSK vs RCB Probable First XI)?
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার-ব্যাটার), রবিচন্দ্রন অশ্বিন, নাথান এলিস, নূর আহমদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জোশ হ্যাজলউড, যশ দয়াল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।