Deepfake: ভুয়ো এক্স অ্যাকাউন্ট! প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব সারা তেন্ডুলকর

Published : Nov 22, 2023, 04:01 PM ISTUpdated : Nov 22, 2023, 06:13 PM IST
Sara Tendulkar

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তাঁর সঙ্গে শুবমান গিলের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচিতির অপব্যবহার করা হচ্ছে। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়েছে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাঁর ভুয়ো ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনই দাবি করলেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রযুক্তির অপব্যহার নিয়ে সরব হয়েছেন। সারা লিখেছেন, ‘আমাদের সবার আনন্দ, দুঃখ, রোজকার কার্যকলাপ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া খুব সুন্দর একটি জায়গা। কিন্তু প্রযুক্তির অপব্যবহার দেখে বিরক্ত লাগে। কারণ, সেটা ইন্টারনেটের সত্যতা ও প্রকৃত ঘটনা কেড়ে নেয়। আমার ডিপফেক ছবি দেখতে পেয়েছি। সেটা একেবারেই সত্যি নয়।’

পোস্ট ডিলিট সারার

ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি বিবৃতি জারি করে ডিপফেক নিয়ে বিরক্তি ও উদ্বেগ প্রকাশ করেন সারা। সেই বিবৃতিতে তিনি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত ছবি এবং পরিচয় ব্যবহার করা নিয়ে সরব হন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন সারা। যদিও তাঁর সেই পোস্ট ভাইরাল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিকৃত ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন।

সারার ভুয়ো অ্যাকাউন্ট

সোশ্যাল মিডিয়ায় সারার ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও তাঁর ভুয়ো অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট থেকেও নানা পোস্ট করা হয়। কয়েকদিন আগেই একটি ভুয়ো ছবি পোস্ট করা হয়। শুবমান-সারাকে নিয়েও ভুয়ো পোস্ট দেখা গিয়েছে। সেই কারণেই সরব হয়েছেন সারা। তিনি বলেছেন, ‘এক্সে আমার নামে যে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সেটি মজার বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমার পরিচয় ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানো এবং মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য এই অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এক্সে আমার অ্যাকাউন্ট নেই। আমার আশা, এক্স কর্তৃপক্ষ এই ধরনের অ্যাকাউন্ট চিহ্নিত করবে এবং সেই অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করে দেবে। বিনোদন কখনও সত্যের মূল্যে হতে পারে না। আসুন, আমরা সবাই আস্থা ও বাস্তবের ভিত্তিতে যোগাযোগে উৎসাহ দিই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

PM Narendra Modi: প্রধানমন্ত্রীকে খুন করা হবে! ফের বিতর্কে জাভেদ মিঁয়াদাদ

Shubman Gill-Sara Tendulkar: বিশ্বকাপের ফাইনালের আগে 'প্রেমের ইস্তেহার', ফের চর্চায় সারা-শুবমন

Virat Kohli: কাপ হাতছাড়া করে নিরাশ হয়ে মুম্বই ফিরলেন বিরাট-অনুষ্কা, দেখুন ভিডিও

PREV
click me!

Recommended Stories

IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?
Moeen Ali: ভারত নয়, পাকিস্তানই পছন্দ! প্রাক্তন কেকেআর তারকার চাঞ্চল্যকর সিদ্ধান্ত?