Gautam Gambhir: কলকাতার মালিকের দল ছেড়ে শহরেরই ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীর

আইপিএল-এ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন গৌতম গম্ভীর। এবার মেন্টর হিসেবেও দলকে সাফল্য এনে দিতে চান ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর হাত ধরেই ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। গম্ভীর দল ছাড়ার পর আর সাফল্য আসেনি। সেই কারণেই তাঁকে ফেরাল কেকেআর। তবে এবার অন্য ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে। তিনি মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন গম্ভীর। সেই ফ্র্যাঞ্চাইজির মালিক কলকাতার বাসিন্দা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ফলে কলকাতার মালিকের দল ছেড়েই কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন গম্ভীর। তাঁর হাত ধরে কেকেআর সাফল্যের পথে ফিরবে বলে আশা করছেন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

গম্ভীরের প্রত্যাশিত দলবদল

Latest Videos

২০২৩ সালের আইপিএল-এর পরেই শোনা গিয়েছিল, লখনউ ছাড়ছেন গম্ভীর। এ বিষয়ে গোয়েঙ্কাকে প্রশ্নও করা হয়েছিল। তিনি সরাসরি কোনও জবাব দেননি। গম্ভীরও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে কেকেআর কর্ণধার শাহরুখ খানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে পুরনো দলে ফেরার ইঙ্গিত দেন। আইপিএল ট্রফি হাতে একটি ছবি শেয়ার করেন গম্ভীর। সেই ছবিতে দেখা যায়, তাঁকে আদর করছেন শাহরুখ। এরপর বুধবার জানা গেল, কেকেআর-এ ফিরছেন প্রাক্তন অধিনায়ক। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ঘোষণা করেছেন গম্ভীর। তিনি কেকেআর-এর ২৩ নম্বর জার্সি পরে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি ফিরলাম। আমি ক্ষুধার্ত। আমি ২৩ নম্বর। আমি কেকেআর।’

 

 

লখনউকে বিদায় বার্তা গম্ভীরের

সোশ্যাল মিডিয়া পোস্টে লখনউ সুপার জায়ান্টসকে বিদায় জানিয়ে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন গম্ভীর। তিনি লিখেছেন, 'আমি যখন লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে অনবদ্য যাত্রা শেষ করার কথা ঘোষণা করছি, তখন আমি ভালোবাসা ও প্রচণ্ড কৃতজ্ঞতায় পূর্ণ। সব খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং যাঁরা এই যাত্রাকে স্মরণীয় করে তুলেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এই ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলা এবং সবক্ষেত্রে আমাকে সাহায্য করার জন্য ড. সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত, দল ভবিষ্যতে অসাধারণ পারফরম্যান্স দেখাবে এবং প্রতিটি এলএসজি সমর্থককে গর্বিত করে তুলবে। এলএসজি ব্রিগেডের জন্য শুভেচ্ছা রইল।'

 

 

গম্ভীরকে স্বাগত জানালেন শাহরুখ

গম্ভীর দলে ফেরায় খুশি শাহরুখ। তিনি বলেছেন, ‘গৌতম সবসময়ই আমার পরিবারের সদস্য। আমাদের অধিনায়ক অন্য ভূমিকায় দলে ফিরছে। ওর অভাব অনুভব করেছি। এবার আমরা আশা করি চান্দু স্যার ও গৌতম দলে হার না মানা মনোভাব ফিরিয়ে আনবে এবং টিম কেকেআর জাদু দেখাবে।’

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএল-এর নিলাম, তৈরি হচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি

Sunil Narine: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, আইপিএল-এ খেলা চালিয়ে যাবেন সুনীল নারিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia