দলীপ ট্রফিতে আগুনে বোলিং আকাশদীপের, ধোনির রেকর্ড ছুঁয়ে ফেললেন ধ্রুব জুরেল

চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। মাইলস্টোন ছুঁয়ে ফেলছেন একাধিক ভারতীয় ক্রিকেটার।

Subhankar Das | Published : Sep 8, 2024 12:05 PM IST

চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। মাইলস্টোন ছুঁয়ে ফেলছেন একাধিক ভারতীয় ক্রিকেটার।

বাংলার বোলার আকাশদীপ (Akash Deep)। রয়েছেন চূড়ান্ত ফর্মে। দলীপ ট্রফিতে রীতিমতো বিধ্বংসী বোলিং করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ৯টি উইকেট। এই পারফরম্যান্সের ফলে, বাংলাদেশ সিরিজ়ে কি নিজের জায়গা পাকা করে ফেললেন বাংলার এই পেসার?

Latest Videos

দলীপ ট্রফিতে ভারত-এ দলের হয়ে খেলছেন আকাশদীপ। প্রথম ইনিংসে ২৭ ওভারে ৬৯ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। তাঁর শিকারে আছেন ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, নবদীপ সাইনি এবং যশ দয়াল।

এরপর দ্বিতীয় ইনিংসে আরও ভালো বল করেন আকাশদীপ। ১৪ ওভার হাত ঘুরিয়ে, ৫৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন বাংলার এই পেসার। দ্বিতীয় ইনিংসে ভারত-বি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর এবং নবদীপ সাইনিকে প্যাভিলিয়নে ফেরান তিনি।

দুটি ইনিংস মিলিয়ে মোট ৪১ ওভার বল করেছেন আকাশদীপ। সেইসঙ্গে, ১১৬ রান দিয়ে নিয়েছেন ৯টি উইকেট।

অন্যদিকে, আরেকজনের কথা না বললেই নয়। তিনি হলেন ধ্রুব জুরেল (Dhurv Jurel)। গত ২০ বছর ধরে যে রেকর্ড মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দখলে ছিল, তা এবার ভাঙলেন তিনি।

চলতি দলীপ ট্রফিতে একটি ইনিংসে সাতটি ক্যাচ ধরেছেন ধ্রুব। এর আগে ধোনিও দলীপের একটি ইনিংসে সাতটি ক্যাচ ধরেছিলেন। গত ২০০৪-০৫ মরশুমে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে একটি ইনিংসে মোট সাতটি ক্যাচ ধরেছিলেন ধোনি।

এতদিন পর্যন্ত সেটিই ছিল একটি ইনিংসে কোনও একজন উইকেটরক্ষকের ধরা সর্বাধিক ক্যাচের রেকর্ড। ধোনি সেইসময় ভেঙে দিয়েছিলেন সুনীল বেঞ্জামিনের রেকর্ড। কারণ, ১৯৭৩ সালে মধ্যাঞ্চলের হয়ে এক ইনিংসে ৬টি ক্যাচ ধরেছিলেন তিনি। আর এবার ২০ বছর পর, ধোনির রেকর্ডে ভাগ বসালেন জুরেল।

চলতি দলীপে ভারত-এ দলের হয়ে ভারত-বি দলের বিরুদ্ধে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ধ্রুব জুরেল। দ্বিতীয় ইনিংসে ভারত-বি দলের যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, সরফরাজ় খান, নীতীশ রেড্ডি, সাই কিশোর এবং নবদীপ সাইনির ক্যাচ ধরেন তিনি।

সবমিলিয়ে, দলীপ ট্রফি যেন একাধিক রেকর্ডের জন্ম দিচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |