আগামী দিনের ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু দলীপ ট্রফি, নামছে চারটি দলই

শুরু হচ্ছে দলীপ ট্রফি (Duleep Trophy 2024)। আর এবারের দলীপ ট্রফির দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

শুরু হচ্ছে দলীপ ট্রফি (Duleep Trophy 2024)। আর এবারের দলীপ ট্রফির দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা যশপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও, ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কেই এবারের প্রতিযোগিতায় খেলানো হবে। তাই চারটি দলের দিকেই নজর থাকবে সবার।

Latest Videos

ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুম শুরু হচ্ছে এই প্রতিযোগিতার মধ্য দিয়েই। এরপরই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজ়ের জন্যও দল বেছে নেওয়া হবে। তার আগে রয়েছে দলীপ ট্রফি। সেখানে ভারতের প্রথম দলের অনেকেই অংশ নেবেন।

উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন শ্রেয়স আইয়ার, শুভমন গিল এবং লোকেশ রাহুল। শ্রেয়স গত মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ না দেখানোয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। অপরদিকে শুভমান ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে।

তাই ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি তিনি। জাতীয় দলে ফেরার জন্য লড়াই করছেন রাহুল। দলীপ ট্রফি তাঁর কাছে তাই খুবই গুরুত্বপূর্ণ। দলীপে খেলবে মোট চারটি দল, ভারত-এ, ভারত-বি, ভারত-সি এবং ভারত-ডি।

চারটি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে শুভমান গিল, অভিমন্যু ঈশ্বরণ, রুতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়স আইয়ারকে। এমনকি, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানের মতো টেস্ট ক্রিকেটাররাও এবারের দলীপে খেলবেন। পাশাপাশি ঋষভ পন্থ, রিয়াগ পরাগকেও নেওয়া হয়েছে দলে।

তবে খেলার সুযোগ পাননি রিঙ্কু সিং। বৃহস্পতিবার, অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ম্যাচগুলি শুরু হবে। বেঙ্গালুরুতে খেলবে টিম এ এবং বি। আর অনন্তপুরে খেলবে টিম সি এবং ডি।

সবমিলিয়ে, জমজমাট হতে চলেছে দলীপ ট্রফি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের