বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করে পাকিস্তানের ক্রিকেট মহল। অনেকে আবার বাবরকে বিরাটের চেয়ে এগিয়েও রাখেন। কিন্তু কোনও বড় দলের বিরুদ্ধেই সাফল্য নেই বাবরের। সম্প্রতি ছোট দলগুলির বিরুদ্ধেও সাফল্য পাচ্ছেন না এই ব্যাটার।
২০১৯ সালের ডিসেম্বরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে ১৩ নম্বরে ছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। প্রায় পাঁচ বছর পর টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যেই নেই বাবর। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নেমে গিয়েছেন এই ব্যাটার। তিনি এর আগে ৯ নম্বরে ছিলেন। সেখান থেকে এখন ১২ নম্বরে নেমে গিয়েছেন বাবর। গত দেড় বছর ধরে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। এবার দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই ব্যাটার। বাংলাদেশের বিরুদ্ধে চার ইনিংস মিলিয়ে মাত্র ৬৪ রান করেছেন বাবর। এই কারণেই টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে হল তাঁকে।
টেস্টে লজ্জাজনক ফর্মে বাবর
টেস্ট ক্রিকেটে ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে এখনও পর্যন্ত শতরান করতে পারেননি বাবর। টেস্টে গত ১৬ ইনিংসে একবারও অর্ধশতরান করতে পারেননি এই ব্যাটার। এই পরিসংখ্যানেই স্পষ্ট, টেস্ট ক্রিকেটে তিনি খুব খারাপ ফর্মে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও বড় রান পেলেন না এই ব্যাটার। আইসিসি র্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়ল। বাবরের খারাপ ফর্মে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান দল।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ইংল্যান্ডের জো রুট। ৯২২ রেটিং পয়েন্ট পেয়েছেন রুট। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের চেয়ে ৬৩ পয়েন্টে এগিয়ে রুট। ২০২২ সালের জুলাইয়ে এজবাস্টন টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে শতরান করার পর ৯২৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। সেটাই তাঁর সেরা রেটিং পয়েন্ট। এবার সেই পয়েন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন রুট। রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি যথাক্রমে ৬, ৭ ও ৮ নম্বরে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার হুঙ্কারই সার, ৬ দশকে সবচেয়ে কম রেটিং পয়েন্ট পাকিস্তানের
কয়েকদিনের মধ্যেই ঘোষণা, আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হচ্ছন রাহুল দ্রাবিড়
পাকিস্তান সফরের পর বাংলাদেশে ফিরবেন শাকিব? ভারতে খেলতে আসবেন তারকা অলরাউন্ডার?