Eden Gardens: সিএবি-র রাগ ভাঙাতে তৎপর বিসিসিআই, এবার টেস্ট ম্যাচ পাচ্ছে ইডেন?

Published : Jun 09, 2025, 06:06 PM ISTUpdated : Jun 09, 2025, 06:38 PM IST
Eden Gardens (Photo: X/@IPL)

সংক্ষিপ্ত

Eden Gardens: আবহাওয়ার কারণ দেখিয়ে ইডেন থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল-এর একটি প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ। তবে এবার সিএবি-র রাগ ভাঙাতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। 

Eden Gardens: টেস্ট ম্যাচ পাচ্ছে ইডেন। আবহাওয়ার কারণ দেখিয়ে ইডেন থেকে সরিয়ে নেওয়া হয় আইপিএল-এর একটি প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ। তবে তাদের সেই অনুমান যে সঠিক ছিল, তা প্রমাণিত। কিন্তু এবার সিএবি-র রাগ ভাঙাতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। 

তবে আবারও টিম ইন্ডিয়ার ম্যাচের স্টেডিয়াম পরিবর্তন করল বিসিসিআই। সোমবার, এক্বটি বিবৃতি দিয়ে বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় পুরুষ এবং মহিলা দলের ম্যাচগুলির জন্য ভেন্যুতে একটু বদল আনা হচ্ছে। আগামী অক্টোবর মাসে ১০-১৪ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে শুভমান গিলদের। সেই ম্যাচটি খেলা হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। 

তবে সেই ম্যাচটি আদতে হওয়ার কথা ছিল ইডেনে

তবে তার পরিবর্তে আগামী ১৪-১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে ইডেনে। প্রসঙ্গত, নভেম্বর মাসে দিল্লীতে টেস্ট ম্যাচ আয়োজনের সূচি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ক্রিকেটমহলে। কারণ, প্রতি বছর ঐ সময় দিল্লীতে দূষণ ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে, দীপাবলির পর দিল্লীর বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেড়ে যায়। 

এর আগেও বিশ্বকাপের চলাকালীন অনুশীলন পর্যন্ত দূষণের জন্য বাতিল করে দিতে হয়েছিল। কিন্তু এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া আবার জানিয়েছেন, দিল্লীতে প্রত্যেক বছর মোটেই এমন সমস্যা দেখা যায় না। কিন্তু শেষপর্যন্ত অবশ্য সেই দূষণের কথা মাথায় রেখেই দিল্লী থেকে শীতকালের যাবতীয় ম্যাচ সরিয়ে দিয়েছে বিসিসিআই। 

অন্তত ওয়াকিবহাল মহলের এমনটাই ধারণা। সদ্যসমাপ্ত আইপিএলে ভেন্যু বদলকে কেন্দ্র করে এমনিতেই তোপের মুখে পড়েছিল বোর্ড। তবে দিল্লীর দূষণের জন্য যেন যাতে বোর্ডের মুখ না পোড়ে, সম্ভবত সেই কারণেই ম্যাচের ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হল।

ফলে, আগামী ১৪-১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে ইডেনে

তখন কলকাতায় শীত আসন্ন। স্বাভাবিকভাবেই, শীতের আমেজ উপভোগ করতে করতে ম্যাচ দেখতে পারবেন কলকাতার ক্রিকেটপ্রেমী জনতা। 

প্রসঙ্গত, নভেম্বর মাসে দিল্লীতে টেস্ট ম্যাচ আয়োজনের সূচি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছিল ক্রিকেটমহলে। কারণ, প্রতি বছর ঐ সময় দিল্লীতে দূষণ ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে, দীপাবলির পর দিল্লীর বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেড়ে যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত