IND vs ENG Test 2025: সময় নষ্ট না করে সোজা শুরু অনুশীলন (ind vs eng test live)। ইতিমধ্যেই লন্ডনের মাটিতে পার রেখেছেন শুভমান গিলরা। কিন্তু ইংল্যান্ডে পৌঁছে একেবারেই সময় নষ্ট করতে নারাজ ভারতীয় ক্রিকেট দল (ind vs eng test 2025)।
রবিবার থেকেই কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে বসেছে ভারতীয় দলের শিবির। সেখানেই প্রথম দিন জোরকদমে অনুশীলন সারলেন ভারতীয় ক্রিকেটাররা।
ভারতীয় ক্রিকেট বোর্ড দলের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবার পোস্ট করেছে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “প্রস্তুতি শুরু। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের প্রথম দৃশ্য।”
সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, নতুন অধিনায়ক শুভমান এবং সহ-অধিনায়ক ঋষভ পন্থ মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন। অবশ্য প্রথমে এদিন লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে যান তারা। তারপর সেখানে ওয়ার্ম আপ সেরে নেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এরপর তারা সোজা পৌঁছে যান মূল স্টেডিয়ামে। সেখানে আবার দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান প্রথমে সকলের সঙ্গে টিম হার্ডলে অংশ নেন। তারপর আবার শুরু হয় অনুশীলন।
প্রথমে শুরু হয় ফুটবল খেলা। তারপর শুরু হয় ফিল্ডিং প্র্যাকটিস। বল ধরে উইকেটে মারা থেকে শুরু করে একে একে ক্যাচ ধরার প্রস্তুতি সারেন ক্রিকেটাররা। মাঝে একবার গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় আর্শদীপ সিংকে। ডিউক বল হাতে নিয়ে দেখতে থাকেন তারা। তবে প্রথম দিন ব্যাটিং বা বোলিং করেননি ক্রিকেটাররা। মূলত ফিল্ডিংয়ের উপরেই জোর দেওয়া হয়েছে।
তবে একটি বিষয় পরিষ্কার। সময় নষ্ট না করে এবার সোজা অনুশীলন শুরু দিয়েছে ভারত। ইংল্যান্ডে পৌঁছে একেবারেই সময় নষ্ট করতে নারাজ ভারতীয় ক্রিকেট দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।